সিলেটের প্রকৃতিকন্যা বলে খ্যাত পর্যটন কেন্দ্র জাফলংয়ে সাঁতার কাটতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ২টার দিকে জিরোপয়েন্ট এলাকায় নিখোঁজ সিলেটের ব্লু-বার্ড স্কুলের শিক্ষার্থীর মরদেহ বিকেল সাড়ে ৫টায় উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরিরা।
নিহত পর্যটকের নাম আশফাক সিদ্দিকী। তিনি সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার মাহবুব সিদ্দিকীর ছেলে।
স্থানীয়রা জানান, আশফাক পাঁচ বন্ধুকে নিয়ে বুধবার সকালে জাফলং বেড়াতে যান। জিরোপয়েন্ট এলাকায় পিয়াইন নদীর স্বচ্ছ জলে তারা সাঁতার কাটছিলেন। বেলা ২টায় আশফাক হঠাৎ নিখোঁজ হন। স্থানীয় ডুবুরিরা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি।
পরে স্থানীয় জনতা দমকল বহিনীকে খবর দিলে জৈন্তাপুর দমকল বাহিনীর ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান