রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুপস্থিত ও বিভিন্ন পরীক্ষায় অংশ না নেয়া ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তালিকা হাতে পাওয়ার পর নিখোঁজ এসব শিক্ষার্থীর সন্ধানে মাঠে নেমেছে রাজশাহী মহানগর পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিখোঁজ তালিকাভুক্ত শিক্ষার্থীদের সবাই ড্রপআউট এবং বিভিন্ন বর্ষের। নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ না নেয়ায় তাদের অনেকেই ইতোমধ্যে ড্রপআউট হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র থেকে আরো জানা যায়, যেসব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ না নিয়ে ড্রপআউট তাদের একটি তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চেয়েছিল পুলিশ।
এ ধরনের নির্দেশনার পর গত ১৩ জুলাই শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে বিভাগগুলোতে চিঠি দেয়া হয়। এছাড়া অনুপস্থিত এবং ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা করতে বিশ্ববিদ্যালয় একাডেমিক এবং পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জাগো নিউজকে বলেন, পুলিশ প্রশাসন আমাদের কাছে ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে তিনটি শিক্ষাবর্ষের (২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২) শিক্ষাবর্ষের প্রায় ৩০ জন ড্রপআউট শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যে তালিকা দেয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। এ তালিকায় ড্রপআউট হওয়া ৩০শিক্ষার্থীর মধ্যে আরবি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর দীর্ঘদিন থেকে খোঁজ নেই। বাকিদের অবস্থানের ব্যাপারেও পুলিশ নিশ্চিত হতে অনুসন্ধান চালাচ্ছে।
এ ব্যাপারে মহানগর মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, ড্রপআউট শিক্ষর্থীদের ব্যাপারে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি। তবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান