রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় পদ্মা নদীতে গরুবোঝাই নৌকাডুবিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে নদীতে প্রচণ্ড ঝড়ো বাতাস ও অব্যাহত স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ভোরে উপজেলার ইউসুফপুর সীমান্ত থেকে আরো দুই কিলোমিটার ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্প সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় করে গরু নিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।
এ সময় নদীতে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন। এ ঘটনায় আহত বাকি দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান