বাগেরহাট জেলার কচুয়া থেকে লিয়া বেগম (১৬) নামে অপ্রাপ্তবয়স্ক এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক।
শনিবার সকালে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে কচুয়া উপজেলার বাধান ইউনিয়নের পানবাড়িয়া গ্রামে ওলিয়ার মোল্লার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত লিয়া বেগম পানবাড়িয়া গ্রামে ওলিয়ার মোল্লার স্ত্রী। সে চলতি বছর কচুয়া উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।
নিহত গৃহবধূর বাবা ইদ্রিস আলী পাইক অভিযোগ করেন, গত সাত মাস আগে বাধালের পানবাড়িয়া গ্রামের বেল্লাল মোল্লার ছেলে তার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে। এরপর থেকে লিয়ার সঙ্গে বাবা-মায়ের সম্পর্কে ছেদ ধরে। এ অবস্থার মধ্যে তিন মাস আগে লিয়া তার মায়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। এ সময় তার ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অভিযোগ করে।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, প্রেমের সম্পর্কের জের ধরে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে ওলিয়ার মোল্লাকে বিয়ে করে লিয়া।
শুক্রবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওলিয়ার মোল্লার বাড়ির তালাবদ্ধ ঘরের আড়া থেকে লিয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালে ওই তরুণীকে হত্যার পর মরদেহ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামী, শাশুড়ি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান