সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু নির্মূল করতে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথভাবে পরিচালিত অপারেশন পাইরেটস হান্টের ২য় দিনে শুক্রবার সকালে জলদস্যু ও বনদস্যুদের বিভিন্ন স্থাপনা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করা হয়েছে।
কোস্টগার্ডের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের অভ্যন্তরে বনদস্যুদের ওই সকল স্থাপনায় জেলেদেরকে নিয়ে অত্যাচার, মুক্তিপণ আদায়, নৌকা ও অন্যান্য মালামাল লুট করে রাখা হতো। বনদস্যুদের এ সকল স্থাপনা ধ্বংসের ফলে স্থানীয় জেলে ও মৌয়াল সম্প্রদায় বনদস্যু ও জলদস্যুদের হাত থেকে রক্ষা পাবে।
বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব সুন্দরবনে হারবারিয়া এলাকা থেকে যৌথ বাহিনীর এই অপারেশন শুরু হয়। দ্বিতীয় দিনে বাংলাদেশ কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যগণ যৌথভাবে সুন্দরবনে সাধারণ জেলে, মৌয়াল ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য এই অপারেশন পাইরেটস হান্ট পরিচালনা করছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, জলদস্যু ও বনদস্যু নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যদের সহযোগিতায় অপারেশন পাইরেটস হান্ট ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সুন্দরবনের যে সকল এলাকায় জলদস্যু বা বনদস্যুদের আস্তানা রয়েছে সে সকল এলাকাকে টার্গেট করে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ ভাবে বৃহস্পতিবার সকাল থেকে অপরেশন পাইরেটস হান্ট শুরু করে। প্রথম দিনে কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনীর জলযান নিয়ে এই অপরেশন চালানো হয়।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, সম্প্রতি সুন্দরবনের বড় তিনটি বনদস্যু বাহিনী স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করেছে। তারপরও সুন্দরবনের বেশ কিছু এলাকায় ছোট ছোট কয়েকটি বনদস্যু বা জলদস্যু দল জেলেদের অপহরণ করছে।
সেকারণেই জলদস্যুদের অপতৎপরতা রুখতে অনেকটা সংঘবদ্ধভাবে সুন্দরবনে যৌথ বাহিনীর অপরেশন শুরু করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান