স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী ১০ সদস্যের মধ্যে ৬ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মো. ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট কারাগার থেকে তারা মুক্তি পান।
অস্ত্র আইনে করা মামলায় মাস্টার বাহিনীর ১০ সদস্যের সকলের জামিন হলেও বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন. সুমন সরদার ও মো. হারুনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা থাকায় তারা মুক্তি পাননি।
বনদস্যু মাস্টার বাহিনী জামিনপ্রাপ্ত ছয় বনদস্যুর মধ্যে রয়েছে, বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী এলাকার ইসমাইল খাঁনের ছেলে মো. সুলতান খাঁন, একই এলাকার আহাদ আলী শেখের ছেলে মো. ফজলু শেখ, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সফরুল শেখের ছেলে সোলাইয়াম শেখ, খুলনার দাকোপ উপজেলার মো. মতলেব শেখের ছেলে শাহীন শেখ, সাতক্ষীরার তালা উপজেলার মোনাগাছার এলাকার মো. আরিফ সরদার ও একই এলাকার আসাদুল ইসলাম কোকিল।
আসামিপক্ষের আইনজীবী ড. একে আজাদ ফিরোজ টিপু জানান, গত ৩১ মে মংলায় বন্দরের বিএফডিসির জেটিতে ৫২টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদসহ বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার অন্য ৯ বনদস্যু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
স্বাভাবিক জীবনে ফিরে আসতে অস্ত্র ও গোলাবারুদসহ মাস্টার বাহিনীর যে ১০ সদস্য আত্মসমর্পণের বিষয়টি আদালত বুঝতে পেরে তাদের জামিন আবেদন মঞ্জুর করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান