পটুয়াখালীর বাউফল উপজেলার ১৮টি চর ও নিম্নাঞ্চল ভাসছে জোয়ারের পানিতে। এতে করে ওইসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
জানা গেছে, বুধবার বেড়িবাঁধ ভেঙে ও বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় বাঁধ দিয়ে পানি ঢুকে চর ও নিম্নাঞ্চলের ২৫ থেকে ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অতিরিক্ত পানিতে তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর উভয় পাশের অন্তত ৩০ গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া চর ও নদী পাড়ের নিচু এলাকার আমনের বীজতলা ডুবে আছে ৩-৪ হাত পানির নিচে।
চন্দ্রদ্বীপ ইউপির চরাঞ্চলসহ নাজিরপুর, কেশবপুর, কালাইয়া, ধুলিয়া, কনকদিয়া, কেশবপুর, কাছিপাড়া ও বগা ইউপির কয়েকশ পুকুর, ঘের, সবজি খামার পানিতে তলিয়ে গেছে।
এদিকে বগা-দুমকী ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে ডুবে যাওয়ায় পটুয়াখালী জেলা শহর ও ঢাকাসহ সারা দেশের সঙ্গে বাউফলের যোগাযোগে বিঘ্ন ঘটছে।