বাংলার খবর২৪.কম: রাজধানীর আজিমপুরে কাঁচাবাজারের দখল নিয়ে হাজী সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিনের গ্রুপের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। একটি গ্রুপ কাঁচাবাজারে আগুন ধরিয়ে দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। দুই গ্রুপই কাঁচাবাজারে অবস্থান নিয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে ওই বাজারে দখল নিতে হাজী সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবু হোসেন (৪৫) নামে হাজী সেলিমের এক কর্মীসহ অন্তত তিনজন আহত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান