ঢাকা: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাফুফে নির্বাচন-২০১৬। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন গত দুইবারের নির্বাচিত কাজী সালাহউদ্দিন। ফলে, টানা তৃতীয়বারের মতো তিনি বাফুফের সভাপতি পদে থাকলেন।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় হেটেল রেডিসনে ভোট গ্রহন শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১৩৪ জন। সালাহউদ্দিন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৪ ভোট। একটি ভোট বাতিল হয়। সভাপতি পদে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন নরসিংদীর পলাশ থানার সাংসদ কামরুল আশরাফ খান পোটন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ১০ জন ও সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনিয়র সহ-সভাপতি পদে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি। কেননা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদটিতে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গেলবারের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা আব্দুস সালাম মুর্শেদী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান