চট্টগ্রাম: নগরীর কর্ণেলহাট বাস স্টেশন থেকে আটক করা নুর হাকিম(২০) নামের এক ব্যাক্তির পেটের ভেতর থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক নুর হাকিম কক্সবাজার জেলার টেকনাফ থানার আব্দুল গাফ্ফার এর ছেলে।
শুক্রুবার গভীর রাতে আটক ব্যাক্তিকে অলংকার মোড়ের এক্সরে করার পর নিশ্চিত হয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুর হাকিম কে তল্লাশি চালানো হয়। তার কথা ও আচরনে সন্দহে হওয়ায় পুলিশ চ্যালেঞ্জ করে অলংকার মোড়ে এক্সরে করার সিদ্ধান্ত নেন। পরে বিষয়টি নিশ্চিত হলে পুলিশ পেট কেটে ৩৪০ পিস ইয়াবা বের করে আনে।
এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড দিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নুরুদ্দিন (৩৬) এবং আল আমিন (৩০) নামে দুইজনকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাজে বহন করা একটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ সোহেল মাহমুদ জানান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীচক্র ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দিদারপাড়া অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানি বাজার মূল্য প্রায় মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। তাদের কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।