ঢাকা : গর্ভেধরা সন্তানের ফেরার অপেক্ষায় বাড়িতে নির্ঘুম রাত পার করছেন জোহার মা। সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার দিনে যোগ হয়েছে আরো একটি দিন। সংখ্যার বিচারে মোটে ৩ হলেও পরিবারের সদস্যদের কাছে পার হওয়া এক একটি মুহূর্ত যেন কয়েক বছরের মত। সময়গুলো যেন পাথর হয়ে চেপে বসেছে সবার বুকে।
তরুন মেধাবী সাইবার বিশেষজ্ঞ জোহা বাংলাদেশে এখন পরিচিত মুখ। জোহার সহযোগিতায় অনেক অপরাধী সনাক্ত করে গ্রেফতার করতে পেরেছে র্যাব। খুলতে করতে পেরেছে দেশী-বিদেশী নাগরিক হত্যার রহস্যর জট।সেই জোহাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থের চুরির বিষয়ে সহযোগিতা করে র্যাবকে।
সূত্র জানায়, জোহার চোখেই প্রথম ধরা পরে হ্যাকিংয়ের রহস্য। বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট এর বক্তব্যর সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত হয় তার। তথ্য-উপাত্ত মিলাতে বৈঠক করে তদন্তে নিযুক্ত আইটি বিশেষজ্ঞরা। সেখানেও জোহার মতই বেশি প্রাধান্য পায়।
জোহা সাইবার নিরাপত্তা ও হ্যাকিংয়ের খুঁটিনাটি নিয়ে বিভিন্ন বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেন। অংশগ্রহণ করেন টকশো’র আলোচনায়। দেশের মানুষ সচেতন হতে পারে তার বক্তব্যে।
সেই আলোচিত মুখই এখন নিখোঁজ। বিষয়টি দেশী ও বিদেশী মিডিয়ায় আলোচিত হচ্ছে। ফেরার অপেক্ষায় প্রহর গুনছে তার মা, স্ত্রী ও স্বজনরা।
জোহার স্ত্রী ডাক্তার কামরুন নাহার জানান, গত ১৬ মার্চ তার সঙ্গে ফোনে শেষবারের মতো কথা হয়। অফিস থেকে বের হয়ে সিএনজিতে উঠে কলাবাগানের বাসার দিকে রওনা হন তার বন্ধুকে নিয়ে।
পথে সিএনজি থামিয়ে জোহার সঙ্গে থাকা বন্ধু ইয়ামিরকেও গাড়িতে তুলে নেয় কিছু লোক। ইয়ামিরকে অন্য জায়গায় নামিয়ে দিলেও জোহার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্ত্রীর দাবি অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে তার স্বামীকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান