বাংলার খবর২৪.কম, রাজশাহী : রাজশাহীর চারঘাটে মাদক মামলার এজাহারভুক্ত এক আসামি পুলিশ পাহরায় আদালতে যাওয়ার পথে হাতকড়া নিয়ে পালিয়েছে। এতে দায়িত্বে অবহেলার দায়ে তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর এলাকায় চলন্ত বাস থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যান আসামি রবিউল ইসলাম (৩২)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী হাটপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।
এরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কনস্টেবল মনির হোসেন, বজলুর রহমান ও এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্ত্তজা।
জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত এবং তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে বলে জানান এসপি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্ত্তজা জানান, মাদক মামলার এজাহারভুক্ত তিন আসামিকে পুলিশি পাহারায় বাসে করে শুক্রবার আদালতে নেওয়া হচ্ছিলো। বাসটি পুঠিয়ার বানেশ্বর বাজারে পৌঁছলে আসামি রবিউল ইসলাম বমি করবে বলে পুলিশকে জানান।
এ সময় সুযোগ করে দেওয়া হলে রবিউল বমি করার অজুহাতে চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে পুলিশও আসামি রবিউলের পিছু নেয়। কিন্তু কিছুদূর ধাওয়া করার পরও তাকে আর গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
তিনি আরো জানান, রবিউল ২০১৩ সালের মাদক সংক্রান্ত একটি মামলার পলাতক আসামি। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চারঘাট থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান