বাংলার খবর২৪.কম,ঢাকা: মির্জা আব্বাসকে জামায়াত ওরিয়েন্টের লোক বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেছেন, ‘নবনিযুক্ত বিএনপির মহানগর কমিটির মূল নেতৃত্বে যিনি এসেছেন তিনি জামায়াত ওরিয়েন্টের লোক। জামায়াতের প্রেসক্রিপসনেই বিএনপির ঢাকা মহানগর কমিটি হয়েছে। তারা এই কমিটি দিয়ে দেশ ধ্বংসের চেষ্টা করছে। তাই বলবো, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি দেন, কোনো বাধা দেবো না। কিন্তু ২০১৩ সালের মতো বাস পোড়ানো, মানুষ হত্যা করা, গাছ কাটা ও নৈরাজ্য সৃষ্টি করলে বরদাশত করা হবে না।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কৃষক লীগ আয়োজিত ‘কৃষি ও কৃষকের উন্নয়নে বাজেট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, ‘আন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। কোনো ক্রমেই দেশে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সহ্য করা হবে না। এর জন্য প্রয়োজনে কঠোর থেকে কঠোরভাবে আন্দোলন মোকাবেলা করা হবে।’
খালেদা জিয়া সম্বন্ধে তিনি বলেন, ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র মক্কা নগরীতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি সরকারের উন্নয়নে সহযোগিতা না করে দেশকে পিছিয়ে নেয়ার পাঁয়তারা করছে। পবিত্র মক্কায় গিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি শেখ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন-শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মিজানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম কামরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সংসদ সদস্য উম্মে কুলসুম প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান