খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ২ নং ভেড়ভেড়ী ইউপির ভেড়ভেড়ী গ্রামের সরকার পাড়ায় শনিবার রাত সাড়ে ১০ টায় সময় নলিকান্তের গোয়াল ঘরের কয়েল হতে অগ্নিকান্ডের উৎপত্তি হয়ে ৬২ টি পরিবারের পাকা ঘরসহ প্রায় ২০০ ঘর এক ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ৪ টি গরু একটি ছাগল সহ এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। নীলফামারী ও দিনাজপুর ফায়ার সার্ভিস দ্রুত এসে ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিবারগুলো সারারাত ধরে খোলা আকাশের নিচে রাত কাটায়। রবিবার সকাল ৮ টার সময় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ,কে,এম মমিনুল হক তাৎক্ষণিক ভাবে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি দুটি করে কম্বল, ২০ কেজি হারে চাল, ১ বান্ডিল ঢেউটিন ও পরিবার প্রতি ৩ হাজার টাকা করে প্রদান করা হয় এবং জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জেড,এইচ মোহাম্মদ আলী শামীম পররাষ্ট্র মন্ত্রীর পক্ষে পরিবার প্রতি নিজস্ব তহবিল হতে নগদ ১ হাজার টাকা এবং প্রত্যেকটি পরিবারে কাঁচা বাজার প্রদান করেন। এছাড়াও ঘটনা স্থল পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান মো: সহিদুজ্জামান শাহ্ খানসামা শাখা আওয়ামী লীগের সহ সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আযম লায়ন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার, ২ নং ভেড়ভেড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী রানা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
খানসামায় ভয়াবহক অগ্নিকান্ডে ৬২ টি পরিবারের বাড়িঘর ভস্মিভূত
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০১৬
- ১৬৪৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ