বাংলার খবর২৪.কম ডেস্ক : এশিয়াডে স্বর্ণজয়ী ভারতীয় অ্যাথলেট পিংকি প্রামাণিককে ধর্ষণ, হুমকি ও প্রতারণার অভিযোগগুলো থেকে মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
তার এক সঙ্গিনী পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে এশিয়াড সহ নানা দেশি-বিদেশি প্রতিযোগিতায় মহিলা হিসাবে যোগ দিলেও পিংকি একজন পুরুষ। এবং পিংকি তাঁকে নিয়মিত ধর্ষণ করতেন।
এছাড়াও প্রতারণা আর হুমকির অভিযোগও জানান ওই মহিলা সঙ্গিনী।
অভিযোগের পরেই গ্রেপ্তার হন পিংকি।
একই সঙ্গে পিংকির লিঙ্গ নির্ধারণের জন্য পরীক্ষা শুরু হয়।
বেশ কয়েকবার পরীক্ষার পরেও বোঝা যায় নি তিনি পুরুষ না মহিলা।
শেষমেশ ক্রোমোজোম পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পিংকি মহিলা নন পুরুষ।
তবে তার পক্ষে যৌনতা সম্ভব নয়।
ওই রিপোর্ট পাওয়ার পরে পুলিশ আদালতে সওয়াল করে যেহেতু পিংকি পুরুষ তাই তিনি ধষর্ণ করেছেন।
দু’বছর ধরে মামলা চলার পরে শুক্রবার আদালত ওই সব অভিযোগ খারিজ করে দেন।
সূত্র : বিবিসি -
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান