ডেস্ক : সিরিয়ার আলেপ্পো থেকে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৫ হাজার মানুষ পালিয়ে তুর্কি সীমান্তে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থী যেভাবে তুরস্কের সীমান্তের দিকে পালাচ্ছে, তাতে সেখানে এক চরম মানবিক সংকট তৈরি হচ্ছে।
আলেপ্পো শহরে গত কয়েকদিনে রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে।
এর ফলেই হাজার হাজার সিরিয় নাগরিক এখনো পালাচ্ছে তুর্কি সীমান্ত অভিমুখে।
পালিয়ে যাওয়া শরণার্থীরা তাদের প্রথম রাতটি কাটিয়েছে তুরস্কের সীমান্তের একটি সাময়িক আশ্রয়কেন্দ্রে।
কারণ কর্তৃপক্ষ সীমান্ত বন্ধ করে রাখায় শরণার্থীরা তুরস্কে ঢুকতে পারছে না।
তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত: ৩৫ হাজার শরণার্থী সীমান্তে এসে জড়ো হয়েছে।
সিরিয়ায় সংঘাত শুরু হবার পর দেশটির কুড়ি লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক, কিন্তু আরো শরণার্থীকে তারা এখন আশ্রয় দেবে কিনা সেটা এখন পরিষ্কার নয়।
এদিকে, আলেপ্পো থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকালই বলা হয়েছে, সরকারি বাহিনী আলেপ্পোর পার্শ্ববর্তী শহর রাতিয়ান অধিকার করে নিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে সেখানে গতকাল পর্যন্ত উভয় পক্ষের ১শ' ২০ জনের মতো নিহত হয়েছে।
সংবাদদাতারা বলছেন সেনাবাহিনী এখন আলেপ্পো শহর ঘিরে ফেলবার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান