দিনাজপুর : শিক্ষা সপ্তাহের তৃতীয় দিনে দিনাজপুরের পার্বতীপুরে ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকেরা চড়ুই ভাতিতে মেতে ছিলেন সারাটা দিন। শিক্ষকদের এহেন খেয়ালি পনায় এসব বিদ্যালয়ের প্রায় ৮-৯ হাজার অবোধ শিশুর শিক্ষা জিবন থেকে খসে গেল একটি মূল্যবান দিন।
শনিবার সকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ক্লাস্টার ও পলাশবাড়ি ইউনিয়ন ক্লাস্টারের অন্তরর্ভুক্ত ৫৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে সংশ্লিষ্ট শিক্ষকরা পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভিন্নজগত পিকনিক স্পটে চলে যান।
৪ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পালিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ। ঠিক এই মূহুর্তে শিক্ষা সপ্তাহ পালনের কোনো উদ্যোগ গ্রহণ না করে খোদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর নির্বাচনী এলাকা পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মানুষ গড়ার কারিগরদের এমন কর্মকান্ডে বিষ্ময় প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
জানা গেছে, পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে মোমিনপুর ও পলাশবাড়ি ইউনিয়ন ক্লাস্টারের ৫৪টি বিদ্যালয়ের প্রায় ১৭৫ জন শিক্ষক দু’টি ভাগে বিভক্ত হয়ে ৮টি বাসে করে পিকনিকে যান।
এরমধ্যে মোমিনপুর ক্লাস্টারের অন্তর্ভুক্ত ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভিন্নজগতে এবং পলাশবাড়ি ক্লাস্টারের অন্তর্ভুক্ত ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গেছেন স্বপ্নপুরীতে।
মোমিনপুর এবং পলাশবাড়ি ক্লাস্ট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) কামরজ্জামান ও আজিজুল হক রয়েছেন তাদের সঙ্গে।
পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা, দোবলগাছী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, মনমথপুর চৈতাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, রাজাবাসর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশসহ ৫ শিক্ষক নেতার উদ্যোগে এ পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকের জন্য জন প্রতি চাঁদা ধরা হয় ৫শ টাকা। শিক্ষক নেতারা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে চাপ দিয়ে এ টাকা আদায় করে বলে জানা যায়।
পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আকতারুল ইসলাম ও মোমিনপুর ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা কর্তকর্তা (এটিইও) কামরুজ্জামান মোবাইল ফোনে জানান, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে সংরক্ষিত ছুটি থেকে একদিন স্কুল বন্ধ দিয়ে শিক্ষকরা শিক্ষা সফরে গেছেন। এতে তাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ করায় তাঁরা যোগদান করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, শিক্ষা সফর বা বনভোজন যাই করুক সাপ্তাহিক ছুটির দিন করলে তো শিক্ষার্থীদের পড়া লেখার ক্ষতির কোন প্রশ্ন উঠতো না।
এব্যাপারে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) শমেস চন্দ্র মজুমদার জানান, শিক্ষকদের সংরক্ষিত ছুটি পাওনা থাকায় তাঁরা শিক্ষা সফরে গেছেন বলে তিনি দাবি করেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। শিক্ষকরা শিক্ষা সফরের জন্য বা অন্য কোন কারণে তাদের পাওনা ছুটি থেকে স্কুল বন্ধ দিতে পারে। তবে এতগুলো স্কুল একদিনে বন্ধ রাখা ঠিক হয়নি। শুক্রবারেও তো তাঁরা শিক্ষা সফর বা পিকনিকে যেতে পারতেন। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান