বাংলার খবর২৪.কম, নীলফামারী : নীলফামারীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে জেলার সদর উপজেলার ফকিরপাড়া গ্রামে সাত জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আফতাব (৩০), আনোয়ার হোসেন (৩৫), আব্দুস সাত্তার (৪৫), বাচ্ছাই (৩০), নুর ইসলাম (৬৫), একরামুল (৫৫) ও নজরুল ইসলাম (৩০)। আহতদের মধ্যে আফতাব ও আব্দুস সাত্তারকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, টুপামারী মাজারের পাশে ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের ১ একর ৪২ শতাংশ জমি বর্গায় চাষ করে একই এলাকার চনে মামুদের ছেলে আফতাব, আনোয়ার ও সাত্তার। ইতোমধ্যে ওই জমিতে তারা আমন চারা রোপন করেন। ঘটনার দিন বিকেল ৪টার দিকে একই এলাকার আব্দুল গনির ছেলে নুর ইসলামের লোকজন ওই জমির মালিকানা দাবি করে জমির দখল নিতে আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে তারা আহত হয়।
নীলফামারী সদর থানার উপ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান