ইবি : পদত্যাগের পর আবার স্বপদে ফিরেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ২৭ দিন পর আজ শনিবার ১০টা থেকে তিনি তাঁর নিজ কার্যালয়ে অফিস করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। তিনি পদত্যাগপত্রটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর করেছিলেন। সহ-উপাচার্য পদ থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগ ইংরেজি বিভাগে যোগদান করেন। তবে ২৭ দিন পর আজ সকালে তিনি আবার সহ-উপাচার্য হিসেবে অফিস করেন।
পদত্যাগপত্র জমা দেয়ার পর তা প্রত্যাহারের জন্য অধ্যাপক শাহিনুর রহমান গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি আবেদন করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদনের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁর পদত্যাগপত্র এবং তা প্রত্যাহারের আবেদন- কোনটিই আমলে আসেনি।’
অধ্যাপক শাহিনুর রহমান এ বিষয়ে বলেন, ‘পদত্যাগপত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করেনি এবং আমি স্বপদে বহাল আছি।’ তবে পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো আবেদন করিনি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান