রাজশাহী: খাদ্যে মারাত্মক বিষক্রিয়ার কারণেই রাজশাহীতে সম্প্রতি শতাধিক কাকের মৃত্যু হয়েছে। মৃত কাকের নমুনা সংগ্রহের পর প্রাথমিক আলামতে এমন তথ্য জানিয়েছেন রাজশাহী বিভাগীয় পশুসম্পদ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
নিজাম উদ্দিন জানান, কাকের মৃত্যুর কারণ অনুসন্ধানে অসুস্থ ও মৃত কাকের মুখের লালা, রক্ত ও মল সংগ্রহ করা হয়। ঢাকা থেকে বেসরকারি সংস্থা আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) একটি দলও নমুনা সংগ্রহ করে। বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে আরো গভীরভাবে কাকগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম জানান, হাসপাতাল চত্বরে বেশ কিছু কাকের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পরপরই প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানানো হয়। শহর ও দূর-দূরান্ত থেকে কাকগুলো এখানে আসে।
বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, আকস্মিকভাবে কাকগুলো মারা গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। মৃত ১৭টি কাকের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। খাদ্যে মারাত্মক বিষক্রিয়ার কারণেই কাকগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে। এরপরও সংগ্রহ করা নমুনাগুলো জয়পুরহাটের আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। ওই পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলেই সুনির্দিষ্টভাবে কাকগুলোর মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান নিজাম উদ্দিন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের বিশালাকার দেবদারু গাছের ডালপালায় অনেক কাক বাস করে। গত ৩ ফেব্রুয়ারি সকালে এক এক করে কিছু কাক মাটিতে পড়ে যায়। প্রায় তিন ঘণ্টা ঝিম ধরে থাকার পর বেশ কিছু কাক মারা যায়। আকস্মিকভাবে কিছু কাকের মৃত্যুর খবরে নড়েচড়ে বসে রাজশাহী প্রাণিসম্পদ বিভাগ। গত ৫ ফেব্রুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।