বাংলার খবর২৪.কম, মাদারীপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, অনেক বড় বড় দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করলেও বঙ্গবন্ধু কারো কাছে মাথা বিক্রি করে স্বাধীনতা সংগ্রাম করেননি। তিনি জনগণকে ভিত্তি করেই স্বাধীনতার লড়াই শুরু করেছিলেন।
শুক্রবার সন্ধ্যায় আচমত আলী খান স্টেডিয়ামে মাসব্যাপী বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান