দিনাজপুর: ঘনকুয়াশার কারণে দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কয়লাখনি পয়েন্ট গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, জাকিরুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেন (৩৬), রেজাউল করিম (৪০) ও দিলীপ সিংহ।
আহত ৩ জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন। এ ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি আজ সকালে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।
তিনি জানান, পার্বতীপুর ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন থেকে এক ট্রাক ইউক্লেপ্টার্স কাটা গাছ নিয়ে ফুলবাড়ী অভিমুখে যাওয়ার পথে ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাকটি বড়পুকুরিয়া কয়লা খনির পয়েন্ট গেটের কাছে খাদে উল্টে পড়ে যায়। এতে কাঠ চাপা পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়।