বরিশাল: বিএম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিএম কলেজ সংলগ্ন বৈদ্যপাড়ার মুখে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করা হয়। হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতা সুনীল বাড়ৈ কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সুনীল বাড়ৈ বিএম কলেজের মাস্টার্সের ছাত্র ও উজিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা।
ক্যাম্পাস সূত্র ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানায়, ৪ বছর আগে বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের পদ পাওয়ার জন্য ফয়সাল আহম্মেদ মুন্নাকে ৪লাখ টাকা দেয় সুনীল বাড়ৈ। কিন্তু বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের কোন পদ পায়নি সুনীল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ক্যাম্পাসে বিরোধও হয়েছে। এ বিরোধের জের ধরে সুনীলকে অতি সম্প্রতি ছাত্রাবাস থেকে মুন্না জোরপূর্বক নামিয়ে দেয়।
সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে মুন্নার কাছে পাওনা টাকা চাইলে মুন্না ও তার সহযোগীরা সুনীলকে বেধড়ক মারধর করে। প্রতিশোধ নিতে রাত পৌনে ১১টার দিকে সুনীল ও তার বেশ কয়েকজন সহযোগী ধারালো অস্ত্রসহ নগরীর বিএম কলেজ রোডস্থ বৈদ্যপাড়ার মুখে অবস্থান নেয়। মুন্না বিএম কলেজের দিকে আসার সময় তাকে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর সুনীল বাড়ৈকে রক্তমাখা একটি দেশীয় চাপাতিসহ আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে।
মুন্না’র সহযোগিরা এ ঘটনার পর বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে। কোতোয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় সুনীল বাড়ৈ নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত দেড়টায় ফয়সাল আহম্মেদ মুন্নার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন শেবাচিমের চিকিৎসকরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান