পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিকা ভাইরাস আতংকের মুখে গাড়ির নাম পাল্টে দিল টাটা

ডেস্ক: জিকা ভাইরাসের বিস্তার নিয়ে পৃথিবীব্যাপি উদ্বেগ ছড়িয়ে পড়ার পর ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা তাদের নতুন গাড়ির নাম বদলে দিয়েছে।

টাটা যে নতুন গাড়ি বাজারে আনতে যাচ্ছিল – তার নাম ছিল ‘জিপ্পি কার’ – সংক্ষেপে ‘জিকা’।

‘জিকা’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

কিন্তু জিকা যেহেতু এখন একটি ক্ষতিকর ভাইরাসের নাম হিসেবে দুনিয়া জোড়া পরিচিতি পেয়ে গেছে তাই টাটা এই নাম বদলে দেবার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার দিল্লিতে এক মোটর শো-তে এই নতুন গাড়ি প্রথম জনসমক্ষে প্রদর্শিত হবে।

এর গায়ে অবশ্য জিকা নামটিই থাকবে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর একটি নতুন নাম জানানো হবে, বলছে টাটা।

পৃথিবীর ২০টি দেশে এখন মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এই ভাইরাসে কোন গর্ভবতী মহিলা আক্রান্ত হলে তার সন্তান অস্বাভাবিক ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে।

বিশ্বস্বস্থ্যা সংস্থা ইতিমধ্যেই একে আন্তর্জাতিক স্বাস্থ্য হুমকি বলে ঘোষণা করেছে। এর মোকাবিলা করার মতো কোন টিকা বা ওষুধ এখনো আবিষ্কৃত হয় নি।

টাটা মোটরস তাদের ন্যানো গাড়ির জন্য সুপরিচিত, তবে তারা জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডেরও মালিক।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

জিকা ভাইরাস আতংকের মুখে গাড়ির নাম পাল্টে দিল টাটা

আপডেট টাইম : ০২:৫৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬

ডেস্ক: জিকা ভাইরাসের বিস্তার নিয়ে পৃথিবীব্যাপি উদ্বেগ ছড়িয়ে পড়ার পর ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা তাদের নতুন গাড়ির নাম বদলে দিয়েছে।

টাটা যে নতুন গাড়ি বাজারে আনতে যাচ্ছিল – তার নাম ছিল ‘জিপ্পি কার’ – সংক্ষেপে ‘জিকা’।

‘জিকা’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

কিন্তু জিকা যেহেতু এখন একটি ক্ষতিকর ভাইরাসের নাম হিসেবে দুনিয়া জোড়া পরিচিতি পেয়ে গেছে তাই টাটা এই নাম বদলে দেবার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার দিল্লিতে এক মোটর শো-তে এই নতুন গাড়ি প্রথম জনসমক্ষে প্রদর্শিত হবে।

এর গায়ে অবশ্য জিকা নামটিই থাকবে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর একটি নতুন নাম জানানো হবে, বলছে টাটা।

পৃথিবীর ২০টি দেশে এখন মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এই ভাইরাসে কোন গর্ভবতী মহিলা আক্রান্ত হলে তার সন্তান অস্বাভাবিক ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে।

বিশ্বস্বস্থ্যা সংস্থা ইতিমধ্যেই একে আন্তর্জাতিক স্বাস্থ্য হুমকি বলে ঘোষণা করেছে। এর মোকাবিলা করার মতো কোন টিকা বা ওষুধ এখনো আবিষ্কৃত হয় নি।

টাটা মোটরস তাদের ন্যানো গাড়ির জন্য সুপরিচিত, তবে তারা জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডেরও মালিক।

সূত্র: বিবিসি