বাংলার খবর২৪.কম: মাদারীপুরে সাধুর বেইলি ব্রিজ ভেঙে পড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। ব্রিজের দুই পাশে ১০কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এ ঘটনা ঘটে।
জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় সাধুর ব্রিজটি ভেঙে যাওয়ার পর একটি বেইলি ব্রিজ স্থাপন করা হয়। ব্রিজটি পুরাতন ও জরাজীর্ণ হয়ে পড়ায় বৃহস্পতিবার দুপুরে ব্রিজের ওপর ও নিচের একটি প্যানেল কট ভেঙে যায়। পরে সাময়িক মেরামত করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এরপর শুক্রবার বিকেল ৪টার দিকে পুনরায় ভাঙা প্যানেল কটসহ আরো চারটি কট ভেঙে যায়। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের সব যান চলাচল বন্ধ রাখা হয়। ফলে ব্রিজের দুই পাড়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে ব্রিজটির মেরামত কাজ চলছে।