পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

ঋষিপল্লীতে হামলা: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের আলটিমেটাম

যশোর: যশোরের মনিরামপুরের পাড়ালা ঋষিপল্লীতে হামলাকারী ছাত্রলীগ নেতাদের আটকে পুলিশ প্রশাসনের প্রতি আলটিমেটাম ঘোষণা করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করেন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত।

এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, শ্রাবণী সুর, দুলাল সরকার, যোগেশ দত্ত, দেবেন্দ্রনাথ ভাস্কর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঋষিপল্লীতে হামলাকারীরা সরকারি দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ওই পাড়ার সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তারা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নেতৃবৃন্দ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, এটা কোন সাম্প্রদায়িক হামলা বা ষড়যন্ত্র ছিল না। এটা ছিল সংখ্যলঘু দুর্বলদের ওপর সংখ্যাগরিষ্ঠদের লালসার বহিঃপ্রকাশ।

ওই ঋষিপল্লীর নারীদের ওপর লোলুপ দৃষ্টি থেকে হামলাকারীরা শনিবারের ওই ঘটনা ঘটিয়েছে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ঋষিপল্লীর যেসব শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ওই পল্লীতে পুলিশ প্রহরার দাবি জানান।

একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে হামলাকারী ছাত্রলীগ নেতা আবু সাঈদ, রফিকুল ইসলাম, খলিল, কবির হোসেন, কুদ্দুস, মামুন, রকি হোসেন, হিরো হোসেন ও ইকবাল হোসেনসহ তাদের মদদদাতাদের আটক করতে পুলিশ প্রশাসনের প্রতি সময় বেঁধে দেন।

এর মধ্যে হামলাকারীরা আটক না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন পূজা পরিষদের নেতা দীপংকর দাস রতন।

এদিকে ঋষিপল্লীতে হামলাকারী দূর্বাডাঙ্গা ইউপি ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমকে ধরিয়ে দিতে নগদ ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। একইসঙ্গে হামলার শিকার এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।

ঋষিপল্লীতে মোতায়েন করেছেন অতিরিক্ত পুলিশ। রোববার বিকালে স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার আরিফুল হক, মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা ক্ষতিগ্রস্ত ঋষিপল্লী পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান ঋষিপল্লীর বাসিন্দাদের নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়ে বলেন, যে কোনো মূল্যে দোষীদের গ্রেফতার করে আইনের কাঠ গড়ায় দাঁড় করানো হবে।

তিনি ঋষিপল্লীর ১২ এসএসসি পরীক্ষার্থীকে পুলিশি প্রহরায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে ওসিকে নির্দেশ দেন।

তাৎক্ষণিক ঋষিপল্লীর বাসিন্দাদের নিরাপত্তায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার দুপুরে স্থানীয় দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও ইব্রাহিমের নেতৃত্বে বখাটেদের চালানো তা-বের পর সেখানকার বাসিন্দাদের দিন কাটছে ফের হামলার আশঙ্কায়।

আতঙ্কে পড়াশোনায়ও মনোনিবেশ করতে পারছে না হামলা ও উত্ত্যক্তের শিকার তিন শিক্ষার্থীসহ এ পল্লীর ১২ এসএসসি পরীক্ষার্থী।

সোমবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় পুলিশ প্রহরায় অংশগ্রহণ করলেও দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে এসব পরীক্ষার্থীদের পুলিশ প্রহরায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে আনা নেয়ার ব্যবস্থা করায় তাদের অভিভাবকরা কিছুটা স্বস্তি প্রকাশ করেন।

এদিকে ঋষিপল্লীতে শনিবারের হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনের নামে থানায় মামলা হয়েছে। সন্ত্রাসী হামলার শিকার এক ছাত্রীর বাবা বাদী হয়ে দায়ের করা ওই মামলায় আসামি করা হয়েছে স্থানীয় দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমকে।

এই দুই নেতাকে ধরিয়ে দিতে যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান নগদে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

রোববার পুলিশ এ মামলায় অভিযুক্ত তিনজনকে আটক করলেও বাকিদের গতকাল পর্যন্ত আটক করতে পারেনি। এছাড়া খবর পেয়ে রোববার বিকেলে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ঋষিপল্লী পরিদর্শন করেন।

এ পল্লীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন ইব্রাহিম হোসেন, মামুন, হিরো, খলিল, জিবনী খাতুন, বাবু, মতিন, সোহেল, আরিফুল, কবির, ইশারাত, তাজাম্মুল ও শহীদ। এদের বাড়ি বাহিরঘরিয়া ও পাড়ালা কারিগরপাড়ায়।

এরা সকলেই স্থানীয়ভাবে ছাত্রলীগ বা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান। ইতিমধ্যে পুলিশ মোহাম্মদ সরদারের স্ত্রী জিবনী খাতুন, মাবুবুর রহমানের ছেলে আকবর হোসেন ও সাঈদুর রহমানের ছেলে জাহিদ হোসেনকে আটক করেছে।

এদিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানিয়েছেন, রোববার দুপুর থেকে ওই ঋষিপল্লীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা ঋষিপল্লীর তিন কিশোরী পাশের সাতগাতী আম্রঝুটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এরা তিন সহপাঠী এবারের এসএসসি পরীক্ষার্থী।

তারা জানায়, স্কুলে যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে তাদেরকে উত্ত্যক্ত করে আসছিল বাহিরঘরিয়া গ্রামের আলী আকবরের ছেলে ইব্রাহিম হোসেন, পাড়ালা গ্রামের কুদ্দুস আলীর ছেলে মামুন এবং তার বন্ধু রিমন।

বুধবার স্কুল থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরার পথে ইব্রাহিম ও তার অপর সহযোগীরা ওই তিন কিশোরীকে ধাওয়া করে।

বিষয়টি জানতে পেরে পল্লীর লোকজন এসে প্রতিবাদ করে। ফলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও ইব্রাহিমের নেতৃত্বে ৩০-৩৫ জন সন্ত্রাসী লাঠিসোটা, লোহার রড ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ঋষিপল্লীতে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

এতে ওই পল্লীর গোবিন্দ দাস, মুকুন্দ দাস, জিতেন্দ্র দাস, পূর্ণিমা দাস, জয়দেব দাস, সকালী রানী দাস, অধির দাস, নীল কুমার দাসসহ অন্তত ১৫ জন আহত হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুরের পর গোবিন্দ, মুকুন্দ ও নীলপদ দাসের ঘরে অগ্নিসংযোগ করে।

পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

ঋষিপল্লীতে হামলা: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের আলটিমেটাম

আপডেট টাইম : ০৩:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬

যশোর: যশোরের মনিরামপুরের পাড়ালা ঋষিপল্লীতে হামলাকারী ছাত্রলীগ নেতাদের আটকে পুলিশ প্রশাসনের প্রতি আলটিমেটাম ঘোষণা করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করেন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত।

এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, শ্রাবণী সুর, দুলাল সরকার, যোগেশ দত্ত, দেবেন্দ্রনাথ ভাস্কর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঋষিপল্লীতে হামলাকারীরা সরকারি দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ওই পাড়ার সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তারা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নেতৃবৃন্দ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, এটা কোন সাম্প্রদায়িক হামলা বা ষড়যন্ত্র ছিল না। এটা ছিল সংখ্যলঘু দুর্বলদের ওপর সংখ্যাগরিষ্ঠদের লালসার বহিঃপ্রকাশ।

ওই ঋষিপল্লীর নারীদের ওপর লোলুপ দৃষ্টি থেকে হামলাকারীরা শনিবারের ওই ঘটনা ঘটিয়েছে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ঋষিপল্লীর যেসব শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ওই পল্লীতে পুলিশ প্রহরার দাবি জানান।

একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে হামলাকারী ছাত্রলীগ নেতা আবু সাঈদ, রফিকুল ইসলাম, খলিল, কবির হোসেন, কুদ্দুস, মামুন, রকি হোসেন, হিরো হোসেন ও ইকবাল হোসেনসহ তাদের মদদদাতাদের আটক করতে পুলিশ প্রশাসনের প্রতি সময় বেঁধে দেন।

এর মধ্যে হামলাকারীরা আটক না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন পূজা পরিষদের নেতা দীপংকর দাস রতন।

এদিকে ঋষিপল্লীতে হামলাকারী দূর্বাডাঙ্গা ইউপি ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমকে ধরিয়ে দিতে নগদ ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। একইসঙ্গে হামলার শিকার এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।

ঋষিপল্লীতে মোতায়েন করেছেন অতিরিক্ত পুলিশ। রোববার বিকালে স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার আরিফুল হক, মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা ক্ষতিগ্রস্ত ঋষিপল্লী পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান ঋষিপল্লীর বাসিন্দাদের নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়ে বলেন, যে কোনো মূল্যে দোষীদের গ্রেফতার করে আইনের কাঠ গড়ায় দাঁড় করানো হবে।

তিনি ঋষিপল্লীর ১২ এসএসসি পরীক্ষার্থীকে পুলিশি প্রহরায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে ওসিকে নির্দেশ দেন।

তাৎক্ষণিক ঋষিপল্লীর বাসিন্দাদের নিরাপত্তায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার দুপুরে স্থানীয় দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও ইব্রাহিমের নেতৃত্বে বখাটেদের চালানো তা-বের পর সেখানকার বাসিন্দাদের দিন কাটছে ফের হামলার আশঙ্কায়।

আতঙ্কে পড়াশোনায়ও মনোনিবেশ করতে পারছে না হামলা ও উত্ত্যক্তের শিকার তিন শিক্ষার্থীসহ এ পল্লীর ১২ এসএসসি পরীক্ষার্থী।

সোমবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় পুলিশ প্রহরায় অংশগ্রহণ করলেও দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে এসব পরীক্ষার্থীদের পুলিশ প্রহরায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে আনা নেয়ার ব্যবস্থা করায় তাদের অভিভাবকরা কিছুটা স্বস্তি প্রকাশ করেন।

এদিকে ঋষিপল্লীতে শনিবারের হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনের নামে থানায় মামলা হয়েছে। সন্ত্রাসী হামলার শিকার এক ছাত্রীর বাবা বাদী হয়ে দায়ের করা ওই মামলায় আসামি করা হয়েছে স্থানীয় দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমকে।

এই দুই নেতাকে ধরিয়ে দিতে যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান নগদে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

রোববার পুলিশ এ মামলায় অভিযুক্ত তিনজনকে আটক করলেও বাকিদের গতকাল পর্যন্ত আটক করতে পারেনি। এছাড়া খবর পেয়ে রোববার বিকেলে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ঋষিপল্লী পরিদর্শন করেন।

এ পল্লীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন ইব্রাহিম হোসেন, মামুন, হিরো, খলিল, জিবনী খাতুন, বাবু, মতিন, সোহেল, আরিফুল, কবির, ইশারাত, তাজাম্মুল ও শহীদ। এদের বাড়ি বাহিরঘরিয়া ও পাড়ালা কারিগরপাড়ায়।

এরা সকলেই স্থানীয়ভাবে ছাত্রলীগ বা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান। ইতিমধ্যে পুলিশ মোহাম্মদ সরদারের স্ত্রী জিবনী খাতুন, মাবুবুর রহমানের ছেলে আকবর হোসেন ও সাঈদুর রহমানের ছেলে জাহিদ হোসেনকে আটক করেছে।

এদিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানিয়েছেন, রোববার দুপুর থেকে ওই ঋষিপল্লীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা ঋষিপল্লীর তিন কিশোরী পাশের সাতগাতী আম্রঝুটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এরা তিন সহপাঠী এবারের এসএসসি পরীক্ষার্থী।

তারা জানায়, স্কুলে যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে তাদেরকে উত্ত্যক্ত করে আসছিল বাহিরঘরিয়া গ্রামের আলী আকবরের ছেলে ইব্রাহিম হোসেন, পাড়ালা গ্রামের কুদ্দুস আলীর ছেলে মামুন এবং তার বন্ধু রিমন।

বুধবার স্কুল থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরার পথে ইব্রাহিম ও তার অপর সহযোগীরা ওই তিন কিশোরীকে ধাওয়া করে।

বিষয়টি জানতে পেরে পল্লীর লোকজন এসে প্রতিবাদ করে। ফলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও ইব্রাহিমের নেতৃত্বে ৩০-৩৫ জন সন্ত্রাসী লাঠিসোটা, লোহার রড ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ঋষিপল্লীতে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

এতে ওই পল্লীর গোবিন্দ দাস, মুকুন্দ দাস, জিতেন্দ্র দাস, পূর্ণিমা দাস, জয়দেব দাস, সকালী রানী দাস, অধির দাস, নীল কুমার দাসসহ অন্তত ১৫ জন আহত হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুরের পর গোবিন্দ, মুকুন্দ ও নীলপদ দাসের ঘরে অগ্নিসংযোগ করে।

পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।