অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

বিরল রোগে আক্রান্ত আবুল ঢাকা মেডিকেলে ভর্তি

ঢাকা: বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারকে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করার কথা রয়েছে।

চিকিৎসকেরা বলেছেন, শুরুতে আবুলের হাতের বুড়ো আঙুল ও তর্জনীটি সচল করার চেষ্টা করা হবে।

খুলনার পাইকগাছার সরল গ্রামের আবুল বাজনদারের দুই হাতের তালুর চামড়া এবং ১০টি আঙুল প্রসারিত হয়ে গাছের শিকড়ের মতো হয়ে গেছে। পায়ের আঙুল আর তালুতেও একই অবস্থা। হাত ও পায়ের নখগুলো আর দেখা যায় না। আবুলের বয়স যখন ১৫ বছর, তখন তার ডান হাঁটুর নিচে আঁচিলের মতো একধরনের গোটা উঠতে থাকে। পরে দুই হাতের কনুই পর্যন্ত এবং দুই পায়ের হাঁটু পর্যন্ত আঁচিলে ভরে যায়।

খুলনার চিকিৎসকদের ধারণা, তিনি এপিডার্মোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস নামের একটি বিরল রোগে ভুগছেন। এই রোগের জন্য দায়ী একধরনের ভাইরাস। এছাড়া জিনগত কারণেও এ রোগ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘মানুষ তার দৈনন্দিন কাজের একটা বড় অংশ বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে সারতে পারেন। আবুল বাজনদার তাঁর সব কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল। আমরা চেষ্টা করব শুরুতে অস্ত্রোপচার করে আঙুল দুটোকে উদ্ধার করতে।’

আবুল বাজনদারের চিকিৎসা বাংলাদেশেই করা সম্ভব হবে বলে মনে করেন সামন্ত লাল সেন। তিনি আরও বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট আজ রোববার আবুল বাজনদারের জন্য একটি বোর্ড গঠন করতে পারে। তাঁর চিকিৎসারও পুরো ব্যয় বহন করবে এই ইউনিট।

আবুল বাজনদার শনিবার বলেন, ১০ বছর বয়সে তাঁর হাত ও পায়ে চামড়া প্রসারিত হয়ে তা শিকড়ের আকার নেয়। টাকাপয়সার অভাবে তাঁর পরিবার সেই অর্থে পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারেননি। তিনি বলেন, ‘এখন আপনাগের দোয়ায় আল্লাহ যদি ফিরি চায়। চায়ে-চিন্তে চলি আমি। কোনো কাজ করতে পারি না। খুব কষ্ট।’

বাড়িতে রেখে আসা তিন বছরের মেয়েটির জন্যও তাঁর খুব কষ্ট হয় বলে জানান আবুল বাজনদার।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

বিরল রোগে আক্রান্ত আবুল ঢাকা মেডিকেলে ভর্তি

আপডেট টাইম : ০৩:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬

ঢাকা: বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারকে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করার কথা রয়েছে।

চিকিৎসকেরা বলেছেন, শুরুতে আবুলের হাতের বুড়ো আঙুল ও তর্জনীটি সচল করার চেষ্টা করা হবে।

খুলনার পাইকগাছার সরল গ্রামের আবুল বাজনদারের দুই হাতের তালুর চামড়া এবং ১০টি আঙুল প্রসারিত হয়ে গাছের শিকড়ের মতো হয়ে গেছে। পায়ের আঙুল আর তালুতেও একই অবস্থা। হাত ও পায়ের নখগুলো আর দেখা যায় না। আবুলের বয়স যখন ১৫ বছর, তখন তার ডান হাঁটুর নিচে আঁচিলের মতো একধরনের গোটা উঠতে থাকে। পরে দুই হাতের কনুই পর্যন্ত এবং দুই পায়ের হাঁটু পর্যন্ত আঁচিলে ভরে যায়।

খুলনার চিকিৎসকদের ধারণা, তিনি এপিডার্মোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস নামের একটি বিরল রোগে ভুগছেন। এই রোগের জন্য দায়ী একধরনের ভাইরাস। এছাড়া জিনগত কারণেও এ রোগ হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘মানুষ তার দৈনন্দিন কাজের একটা বড় অংশ বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে সারতে পারেন। আবুল বাজনদার তাঁর সব কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল। আমরা চেষ্টা করব শুরুতে অস্ত্রোপচার করে আঙুল দুটোকে উদ্ধার করতে।’

আবুল বাজনদারের চিকিৎসা বাংলাদেশেই করা সম্ভব হবে বলে মনে করেন সামন্ত লাল সেন। তিনি আরও বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট আজ রোববার আবুল বাজনদারের জন্য একটি বোর্ড গঠন করতে পারে। তাঁর চিকিৎসারও পুরো ব্যয় বহন করবে এই ইউনিট।

আবুল বাজনদার শনিবার বলেন, ১০ বছর বয়সে তাঁর হাত ও পায়ে চামড়া প্রসারিত হয়ে তা শিকড়ের আকার নেয়। টাকাপয়সার অভাবে তাঁর পরিবার সেই অর্থে পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারেননি। তিনি বলেন, ‘এখন আপনাগের দোয়ায় আল্লাহ যদি ফিরি চায়। চায়ে-চিন্তে চলি আমি। কোনো কাজ করতে পারি না। খুব কষ্ট।’

বাড়িতে রেখে আসা তিন বছরের মেয়েটির জন্যও তাঁর খুব কষ্ট হয় বলে জানান আবুল বাজনদার।