ডেস্ক: ঘুষ ছাড়া রাজউকে কাজ হয় না বলে অভিযোগ করেছে দুদকের গণশুনানিতে অংশ নেয়া গ্রাহকরা।
ভোক্তভোগি এমনই একজন গ্রাহক সাবেক দুদক কর্মকর্তা, অতিরিক্ত সচিব মো. আবদুর রশিদ খান বলেন, ১৯৯৮ সালে তিনি উত্তরা তৃতীয় প্রকল্পে একটি প্লট বরাদ্দ পান। ধার্যকৃত টাকা পরিশোধের এক যুগ পরও তিনি প্লট বুঝে পাচ্ছেন না। রাজউক কর্মকর্তাদের কাছে অসংখ্যবার ধরনা দিয়ে তিনি এখন হতাশ।
২০০৪ সালে কর্তব্যরত কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে সাবেক এই আমলা বলেন, ওই কর্মকর্তারা তার কাছে ঘুষ দাবি করেছিলেন। তিনি তাদের দাবি পূরণ করতে পারেননি বলেই এই অবস্থা।
রশিদ খান আরো বলেন, বিভিন্ন দফতরে প্লটের জন্য তদবির করতে গেলে এখনকার এক কর্মকর্তা জানান, ৬০ হাজার টাকার নিচে রাজউকের ওই ফাইল নড়বে না।
সঞ্চালকের মাধ্যমে তিনি রাজউকের কর্মকর্তাদের কাছে জানতে চান তার প্লট পেতে আর কত যুগ সময় লাগবে। অভিযোগের জবাবে রাজউকের সদস্য (এস্টেট) মো. আবদুল হাই জানান, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে তার প্লট বুঝিয়ে দিতে বেশি সময় লেগেছে। তবে তাকে প্লটের দখল বুঝে পেতে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। আগামী ৬ মাসের মধ্যে তাকে প্লট বুঝিয়ে দিতে পারবে রাজউক।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিরুদ্ধে গ্রাহকদের এ ধরনের অভিযোগের শেষ নেই। বুধবার দুদকের গণশুনানিতে অংশ নিয়ে ভুক্তভোগী গ্রাহকরা প্রকাশ্যেই রাজউক কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতির অবিশ্বাস্য সব অভিযোগ তুলে ধরেন। একজনের প্লট অন্যজনের নামে বরাদ্দ, ভিন্ন মালিককে ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদান ও নকশা অনুমোদন, প্লটের নম্বর পরিবর্তন, টাকা ছাড়া ফাইল অনুমোদন না করা এবং ফাইল গায়েবসহ এমন কিছু নেই যা ঘটে না রাজউকে। অসংখ্য অভিযোগ তাদের। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে ৩৬ জন অংশ নেন। তাদের অভিযোগ, রাজউকের অবহেলায় বেসমেন্টের পার্কিংয়ের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আবাসিক প্লটের বাণিজ্যিক ব্যবহার, পরিত্যক্ত প্লটের একাধিক মালিকানা, প্লটের দখলে দীর্ঘসূত্রতা, নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করার মতো ঘটনাও অবাধে ঘটছে। গণশুনানিতে অংশ নিয়ে বাড্ডার বাসিন্দা মো. শহীদুল্লাহ অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত মালিক হিসাবে আমার শ্বশুর ১৯৮৭ সালে একটি প্লট পান। এ প্লটের তদবির করতে করতে আমার শ্বশুর মারা গেছেন, শাশুড়িও মারা গেছেন। মাঝে কেটে গেছে ২৮ বছর। প্লটটি আজ পর্যন্ত বুঝে পাইনি আমরা। তিনি জানতে চান আর কত বছর লাগবে এই প্লট বুঝে পেতে?
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুদকের মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ ও ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গণশুনানি সঞ্চালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন।
তাদের অভিযোগ রাজউকের দুর্নীতিবাজ সিন্ডিকেটের মাধ্যমে নকশা পরিবর্তন, কর্তব্যে অবহেলা, দুর্ব্যবহার, ক্ষতিগ্রস্ত হিসেবে ক্ষতিপূরণ ও প্লট না পাওয়া, ক্ষতিগ্রস্তের প্লট অন্যজনকে প্রদান, সিরিয়াল ওভারটেক করে প্লটের দখল বুঝে দেয়া, এক কোটায় আবেদন অন্য কোটায় প্লট বরাদ্দ, গ্রাহকের তথ্যের চেয়েও হলফনামায় বেশি আয়কর দেখানো, নিয়মবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থাপনা গ্রহণ না করা, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অমান্য, ড্যাপে আবাসিক এলাকাকে সড়ক দেখানোরও অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাহকরা।
প্রবাসী গ্রাহক ডা. রেজাউল ইসলাম জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪১ নম্বর প্লটটি তিনি রাজউক থেকে বরাদ্দ পান। টাকা পরিশোধের পর প্লট তার দখলে ছিল। প্রবাসী হওয়ার কারণে তার প্লটের দেখাশোনা করত একজন কেয়ারটেকার। পার্শ্ববর্তী ১১ নম্বর সেক্টরের ৪৩ নম্বর প্লটের গ্রাহক তার ওই প্লটের ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন নিয়ে তার ৪১ নম্বর প্লটে বহুতল ভবনের স্ট্রাকচার গড়ে তুলেছেন। রাজউকের কাছে অভিযোগ করলেও কোনো সমাধান তিনি পাচ্ছেন না।
জবাবে রাজউকের পক্ষে সদস্য (এস্টেট) মো. আবদুল হাই ও অতিরিক্ত পরিচালক (ভূমি) বাবুল মিয়া জানান, ঘটনাটি তাদের জানা। মসজিদ করতে গিয়ে ওই সেক্টরের ১ নম্বর প্লট মসজিদের সীমানায় চলে গেছে। ফলে সেখানে একটি প্লট কম হয়ে যাওয়ায় এই অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। তারা দুই মাসের মধ্যে গ্রাহকের সৃষ্ট সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। সঞ্চালকের পক্ষ থেকে বলা হয়, সম্ভব হলে তার প্লট ফিরিয়ে দেয়া হোক, নইলে উত্তরা তৃতীয় প্রকল্পে তাকে অন্য একটি প্লট দেয়ার ব্যবস্থা করা হোক। এ সময় এই প্রবাসী গ্রাহক রাজউকের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান