কাগজে ছাপানো কজ লিস্ট বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন না করলে ৩১শে জানুয়ারি ধর্মঘটের ঘোষণা দিয়েছেন সাধারণ আইনজীবী পরিষদ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন তারা।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি কাগজে ছাপানো কজ লিস্ট বন্ধ করার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ৩১শে জানুয়ারি রবিবার বেলা ১টায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে “সাধারণ আইনজীবী পরিষদ” প্রতিকী অনশন পালন করবে।
সিনিয়র আইনজীবী তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে বুধবার আইনজীবীদের অবস্থান কর্মসূচীতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আহুত অনশন কর্মসূচীতে আইনজীবী সহকারী সমিতি একাত্মতা ঘোষণা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান