ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের সফল অভিযান চালিয়ে আরো কৌশলগত এলাকা দখলে নিয়েছে দেশটির সেরকারি সেনারা। আনবার প্রদেশের রাজধানী রামাদির উত্তর-পশ্চিমে সন্ত্রাসবাদ-বিরোধী সেনা ইউনিট আজ-জাংকুরা গ্রামের অংশ বিশেষ ও আবু তাইবান এলাকা দখলে নিতে সক্ষম হয়েছে। আরবি ভাষায় আল-বাগদাদিয়া নিউজ এ খবর দিয়েছে।
আল-বাগদাদিয়ার এ রিপোর্টে বলা হয়েছে- ইরাকি সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ‘হিত’ শহরকে মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে। এদিকে, ইরাকি ফেডারেল পুলিশ ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রায়েদ শাকের জাওদাত জানিয়েছেন, রামাদির পূর্বে হুসাইবা শহরে এক অভিযানে দায়েশের অন্তত ৩৫ সন্ত্রাসী মারা গেছে। এছাড়া, শহরে সন্ত্রাসীদের ব্যবহৃত বহু ভবন দখলে নেয়া সম্ভব হয়েছে। হাভিজা শহরেও ইরাকি বিমান বাহিনীর হামলায় কয়েক ডজন দায়েশ সন্ত্রাসী মারা গেছে। হাভিজা শহরটি কিরকুক শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবেইদি মিশর সফর করার কয়েকদিন পর এসব খবর এল। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির নুরি জানিয়েছেন, ইরাক ও মিশরের মধ্যকার সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সম্পর্কে শিগগিরি ঘোষণা দেয়া হবে। মিশর সম্প্রতি ইরাককে প্রস্তাব দিয়েছে যে- অস্ত্র, সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে ইরাকি সেনাবাহিনীকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে কায়রো। বাগদাদ এ প্রস্তাবকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলে নাসির নুরি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান