বাংলার খবর২৪.কম, সুনামগঞ্জ : টানা চার মাস ধরে বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে দেশের অন্যতম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩টি শুল্কবন্দরের (বড়ছড়া-চারাগাও-বাগলী) আমদানি কার্যক্রম। আর বন্দর সংশ্লিষ্ট আট শতাধিক আমদানিকারক নতুন কোনো এলসি খুলতে না পাড়ায় বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে সরকার।
অপরদিকে কর্মহীন বন্দর সংশ্লিষ্ট প্রায় ৫০ হাজার শ্রমিক মানবেতর দিনযাপন করছেন। অনেকেই অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে জীবিকার তাগিদে কাজের সন্ধানে শহরপানে ছুটে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
গত ১৬ মে শুক্রবার থেকে বন্দর ৩টি দিয়ে কয়লা-চুনাপাথর আমদানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার জানান, বর্তমানে কয়লা-চুনাপাথর আমদানি করে মজুদ রাখার সময়। এ সময় বন্দর ৩টি বন্ধ থাকায় চরম বিপাকে রয়েছেন আমদানিকারকরা। তিনি এর আশু সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বড়ছড়া শুল্কবন্দরের কাস্টমস সুপারিয়েন্টেন্ড আব্দুল হান্নান বলেন, কবে নাগাদ বন্দর ৩টি দিয়ে কয়লা-চুনাপাথর আমদানি করা যাবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ভারতের একটি পরিবেশবাদী সংগঠন মেঘালয় পাহাড়ের কোয়ারি থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়ার পরিবর্তন করতে সে দেশের উচ্চ আদালতে একটি মামলা দায়ের করলে গত ১৬ মে থেকে শুল্কবন্দরগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।