বাংলার খবর২৪.কম: রাজধানীর আজিমপুরে একটি কাঁচাবাজারের দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার বেলা ১২টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ সংলগ্ন কাঁচাবাজার দখল নিতে হাজী সেলিম ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবু হোসেন (৪৫) নামে হাজী সেলিমের এক কর্মীসহ অন্তত তিনজন আহত হয়।
স্থানীয়রা জানিয়েছে, কাঁচাবাজারটি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারি মফিজ আলম চাঁদা তুলত। তাদের ছত্রছায়ায় কাঁচাবাজারটি চলছিল। হাজী সেলিম সংসদ নির্বাচিত হওয়ার পরও তার নেতা-কর্মীরা এটা দখল করতে পারছিল না। তাই দু’দিন আগে হাজী সেলিম কাঁচাবাজারটি উচ্ছেদ করে ফেলে। এতে মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারীরা হাজী সেলিমের অনুসারীদের উপর ক্ষিপ্ত হয়। শুক্রবার সকালে হাজি সেলিমের অনুসারী সাবু হোসেন (৪৫) কে মফিজ আলম ছুরিকাঘাত করে। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সাবুকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালাবাগ থানার এএসআই মহিদ উল্লাহ শীর্ষ নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কিন্তু এখানে আসার পর কোনো সংঘর্ষ দেখতে পাননি তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান