রাজশাহী: রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছে। সোমবার নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার সকাল থেকে কুকুর নিধন অভিযানে নামে।
দুপুর পর্যন্ত ওই এলাকার ৪টি কুকুরকে তারা পিটিয়ে মেরেছে। তবে যে কুকুরের কামড়ে এলাকাবাসী আহত হয় সেটিকে হত্যা করা সম্ভব হয়নি।
এদিকে পুরো নগরী জুড়ে কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামলেই বিভিন্ন রাস্তায় মোড়ে এসব কুকুরের অত্যাচারে পথচারীদের পড়তে হচ্ছে সমস্যার মুখে।
সোমবার সকাল হড়গ্রাম এলাকায় পাগলা কুকুরের কামড়ের শিকার হয়েছে হাবিবুল্লাহ নামে ১২ বছরের এক শিশু। তার মা শেফালী বেগম আরো জানান, সকালে তার ছেলে বাড়ির পাশে খেলা করছিলো। এসময় পাগলা কুকুরটি তাকে ছেলেকে কামড় দেয়। ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে ওই এলাকার আরো ৬ জনকে কামড়িয়ে আহত করে কুকুরটি।
তবে মঙ্গলবার সকালে ছেলেকে নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গিয়েছেন ভ্যাকসিন দেয়ার জন্য। কিন্তু সেখানে ভ্যাকসিন পাওয়া যায়নি। বাধ্য হয়ে ওষুধের দোকান থেকে কিনে ভ্যাকসিন দিতে হয়েছে তাকে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত নার্স জানান, সরবরাহকৃত ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে নগরবাসীরা অভিযোগ করেন, নগরীর প্রতিটি জায়গায় কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় সময় কুকুরের কারণে পথচারীদের পড়তে হয় বিড়ম্বনার মুখে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে তারা অভিযোগ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান