পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

যে সব কোম্পানিতে কাজ করে আরাম

ডেস্ক: অফিসের কাজ করতে করতে ক্লান্তি এলে মনে হয়, একটা বিছানা পেলে একটু শুয়ে নিতাম৷ এমন কিছু কোম্পানি আছে, যারা এভাবেই কর্মচারীদের বিশ্রামের ব্যবস্থা করে থাকে৷ ধ্যান বা যোগব্যায়ামও করা চলে অফিসের মধ্যে এবং অফিসের খরচে৷জামার্নী সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এমন দশটি কোম্পানির তালিকা প্রকাশ করে। রাইজিংবিডির পাঠকদের জন্য সেরা পাঁচ এরকম আরমপ্রিয় কোম্পানির তথ্য দেওয়া হলো।

অ্যাপল : স্টিভ জবসের জীবনকাহিনি যারা জানেন, তারা এই সব কর্মচারী-বান্ধব কোম্পানির তালিকায় অ্যাপল-এর নাম দেখে খুব একটা আশ্চর্য হবেন না, কেননা স্টিভ জবস নিজেই মেডিটেশন, অর্থাৎ ধ্যান করতেন৷ কাজেই তাঁর কোম্পানিতে কর্মচারীদের জন্য ‘মেডিটেশন রুম’ আছে৷

গুগল : দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটিতে কাজ করার ঝক্কি কম নয়৷ এই কারণে গুগল যে শুধু ‘মেডিটেশন রুম’ রেখেছে, তা-ই নয়; তার সঙ্গে ন্যাপ প্যাডস, মানে ছোট ছোট বিছানা দেওয়া হয়, যার ওপর শুয়ে একটু ঝিমিয়ে নেওয়া যায়৷

এওএল : এখানে কর্মচারীরা তাদের কাজের সময় নিজেরাই ঠিক করতে পারেন৷ সারা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় কাজ করতে হয়, সেটা পূরণ করলেই হলো৷ সেজন্য কখনো-সখনো একটানা বারো ঘণ্টাও কাজ করা চলতে পারে৷ মাঝে বিরতি নিয়ে যোগব্যায়ামের ক্লাসে গেলেও ক্ষতি নেই৷

ইয়াহু : যে কোম্পানির নামই ইয়াহু, সেখানে কি আর কর্মচারীরা সব মুখ গোমড়া করে থাকবেন? ইয়াহু-তেও নানা ধরনের কোর্স আছে৷ কর্মচারীরা নিজের সুবিধা অনুযায়ী সেখানে যেতে পারেন ও নতুন কিছু শিখতে পারেন৷

নাইকি : ভাববেন না যেন, নাইকি-র কর্মচারীরা অফিসের জিমে গিয়ে নাইকি জুতো পরে কসরত করা ছাড়া আর কিছু করেন না৷ নাইকি তার কর্মচারীদের ঘুমের জন্য, আবার প্রার্থনা করার জন্য আলাদা আলাদা কামরা রেখেছে৷

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

যে সব কোম্পানিতে কাজ করে আরাম

আপডেট টাইম : ০৩:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬

ডেস্ক: অফিসের কাজ করতে করতে ক্লান্তি এলে মনে হয়, একটা বিছানা পেলে একটু শুয়ে নিতাম৷ এমন কিছু কোম্পানি আছে, যারা এভাবেই কর্মচারীদের বিশ্রামের ব্যবস্থা করে থাকে৷ ধ্যান বা যোগব্যায়ামও করা চলে অফিসের মধ্যে এবং অফিসের খরচে৷জামার্নী সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এমন দশটি কোম্পানির তালিকা প্রকাশ করে। রাইজিংবিডির পাঠকদের জন্য সেরা পাঁচ এরকম আরমপ্রিয় কোম্পানির তথ্য দেওয়া হলো।

অ্যাপল : স্টিভ জবসের জীবনকাহিনি যারা জানেন, তারা এই সব কর্মচারী-বান্ধব কোম্পানির তালিকায় অ্যাপল-এর নাম দেখে খুব একটা আশ্চর্য হবেন না, কেননা স্টিভ জবস নিজেই মেডিটেশন, অর্থাৎ ধ্যান করতেন৷ কাজেই তাঁর কোম্পানিতে কর্মচারীদের জন্য ‘মেডিটেশন রুম’ আছে৷

গুগল : দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটিতে কাজ করার ঝক্কি কম নয়৷ এই কারণে গুগল যে শুধু ‘মেডিটেশন রুম’ রেখেছে, তা-ই নয়; তার সঙ্গে ন্যাপ প্যাডস, মানে ছোট ছোট বিছানা দেওয়া হয়, যার ওপর শুয়ে একটু ঝিমিয়ে নেওয়া যায়৷

এওএল : এখানে কর্মচারীরা তাদের কাজের সময় নিজেরাই ঠিক করতে পারেন৷ সারা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় কাজ করতে হয়, সেটা পূরণ করলেই হলো৷ সেজন্য কখনো-সখনো একটানা বারো ঘণ্টাও কাজ করা চলতে পারে৷ মাঝে বিরতি নিয়ে যোগব্যায়ামের ক্লাসে গেলেও ক্ষতি নেই৷

ইয়াহু : যে কোম্পানির নামই ইয়াহু, সেখানে কি আর কর্মচারীরা সব মুখ গোমড়া করে থাকবেন? ইয়াহু-তেও নানা ধরনের কোর্স আছে৷ কর্মচারীরা নিজের সুবিধা অনুযায়ী সেখানে যেতে পারেন ও নতুন কিছু শিখতে পারেন৷

নাইকি : ভাববেন না যেন, নাইকি-র কর্মচারীরা অফিসের জিমে গিয়ে নাইকি জুতো পরে কসরত করা ছাড়া আর কিছু করেন না৷ নাইকি তার কর্মচারীদের ঘুমের জন্য, আবার প্রার্থনা করার জন্য আলাদা আলাদা কামরা রেখেছে৷