পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

১৫ বছর পর আলোচিত হুন্ডি কাজলের ৩ বছরের জেল

ঢাকা: ঝিনাইদহের আলোচিত হুন্ডি ব্যবসায়ীদের গডফাদার ফারুক আহমদে ওরফে কাজলের জেল জরিমানা করেছেন আদালত। দীর্ঘ ১৫ বছর পর হুন্ডি ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে ৩ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমনা করেছেন ঝিনাইদহের একটি আদালত। আর জরিমানার টাকা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

ঝিনাইদহ বিচারিক আদালতের হাকিম মনিরুজ্জামান আজ সোমবার বিকেলে এ রায় প্রদান করেন। এ মামলায় ৯৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে খালাস দেন আদালত।

আদালত সূত্র জানায়, গত ২০০০ সালের ২ ডিসেম্বর কাজলসহ ১৪০ জন হুন্ডির এজেন্টের বিরুদ্ধে সিআইডি পুলিশের পরিদর্শক দুলাল উদ্দিন আকন বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কাজলসহ ৯৮জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। দীর্ঘ ১৫ বছর এই মামলার তদন্ত ও শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

স্থানীয়রা জানায়, দীর্ঘ ১৫ বছরেও বহুল আলোচিত ফারুক আহমেদ ওরফে হুন্ডি কাজলের লোপাটকৃত হাজার কোটি টাকার কোন টাকাই উদ্ধার হয়নি। তিনি এখন কোথায় সে খোঁজও নেই সরকারের কোন দফতরে। গত কয়েক বছর আগে তিনি জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর আত্মগোপনে যান।

আলোচিত এই কাজল কোটচাঁদপুর শহরে ক্ষুদ্র বই ব্যবসার সাথে জড়িত ছিলেন। ১৯৯৫-৯৬ সালের দিকে অতিরিক্ত মুনাফার প্রলোভন দিয়ে টাকা হাতানোর ব্যবসা শুরু করেন। তিনি প্রতি লাখে ১২ হাজার টাকা করে মুনাফা দেওয়ার কথা প্রচার শুরু করেন। অস্বাভাবিক মুনাফার লোভে দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ কাজলের কাছে টাকা জমা দিতে থাকেন। ১৯৯৮-৯৯ সালে কাজলের প্রতারণামূলক ব্যবসায় ফুলে উঠেন। কাজল ও তার কয়েকশ’এজেন্ট টাকার পাহাড় গড়ে তোলেন। সাধারণ মানুষ জায়গা-জমি বিক্রি করে তার কাছে লাখ লাখ টাকা জমা রেখে পথে বসেন। এরপর ২০০০ সালের জুনে কাজলের হুন্ডি কারবারের পতন ঘটে। তার কাছে টাকা জমাকারীদের মুনাফা দিতে ব্যর্থ হন। হাজার হাজার মানুষ কাজল ও তার এজেন্টদের বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়। জনরোষের হাত থেকে কাজলকে রক্ষার জন্য পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। আন্দোলনের মুখে টাকা উদ্ধারের জন্য সার্ভে কমিটি গঠন করে তৎকালীন সরকার। ওই কমিটি হাজার কোটি টাকা লোপাটের তথ্য পান।

২৮ জন এজেন্ট ২শ’ কোটি টাকা লোপাটের কথা স্বীকার করে। এরপর কাজল ও তার এজেন্টদের বিরুদ্ধে মামলা করা হয়। আর ওই হুন্ডি ব্যবসার বিরোধে ৩ জন এজেন্ট খুনও হন। আবার টাকার শোকে বেশ কয়েকজন আত্মহত্যা করেন। কয়েকজন লগ্নিকারী ব্যবসায়ী হৃদরোগে মারা যান।

কোটচাঁদপুর থানা সূত্র জানায়, কাজলের বিরুদ্ধে এখনো বেশ কয়েকটি মামলা রয়েছে। আর তার নামে ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

১৫ বছর পর আলোচিত হুন্ডি কাজলের ৩ বছরের জেল

আপডেট টাইম : ০১:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬

ঢাকা: ঝিনাইদহের আলোচিত হুন্ডি ব্যবসায়ীদের গডফাদার ফারুক আহমদে ওরফে কাজলের জেল জরিমানা করেছেন আদালত। দীর্ঘ ১৫ বছর পর হুন্ডি ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে ৩ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমনা করেছেন ঝিনাইদহের একটি আদালত। আর জরিমানার টাকা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

ঝিনাইদহ বিচারিক আদালতের হাকিম মনিরুজ্জামান আজ সোমবার বিকেলে এ রায় প্রদান করেন। এ মামলায় ৯৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে খালাস দেন আদালত।

আদালত সূত্র জানায়, গত ২০০০ সালের ২ ডিসেম্বর কাজলসহ ১৪০ জন হুন্ডির এজেন্টের বিরুদ্ধে সিআইডি পুলিশের পরিদর্শক দুলাল উদ্দিন আকন বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কাজলসহ ৯৮জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। দীর্ঘ ১৫ বছর এই মামলার তদন্ত ও শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

স্থানীয়রা জানায়, দীর্ঘ ১৫ বছরেও বহুল আলোচিত ফারুক আহমেদ ওরফে হুন্ডি কাজলের লোপাটকৃত হাজার কোটি টাকার কোন টাকাই উদ্ধার হয়নি। তিনি এখন কোথায় সে খোঁজও নেই সরকারের কোন দফতরে। গত কয়েক বছর আগে তিনি জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর আত্মগোপনে যান।

আলোচিত এই কাজল কোটচাঁদপুর শহরে ক্ষুদ্র বই ব্যবসার সাথে জড়িত ছিলেন। ১৯৯৫-৯৬ সালের দিকে অতিরিক্ত মুনাফার প্রলোভন দিয়ে টাকা হাতানোর ব্যবসা শুরু করেন। তিনি প্রতি লাখে ১২ হাজার টাকা করে মুনাফা দেওয়ার কথা প্রচার শুরু করেন। অস্বাভাবিক মুনাফার লোভে দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ কাজলের কাছে টাকা জমা দিতে থাকেন। ১৯৯৮-৯৯ সালে কাজলের প্রতারণামূলক ব্যবসায় ফুলে উঠেন। কাজল ও তার কয়েকশ’এজেন্ট টাকার পাহাড় গড়ে তোলেন। সাধারণ মানুষ জায়গা-জমি বিক্রি করে তার কাছে লাখ লাখ টাকা জমা রেখে পথে বসেন। এরপর ২০০০ সালের জুনে কাজলের হুন্ডি কারবারের পতন ঘটে। তার কাছে টাকা জমাকারীদের মুনাফা দিতে ব্যর্থ হন। হাজার হাজার মানুষ কাজল ও তার এজেন্টদের বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়। জনরোষের হাত থেকে কাজলকে রক্ষার জন্য পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। আন্দোলনের মুখে টাকা উদ্ধারের জন্য সার্ভে কমিটি গঠন করে তৎকালীন সরকার। ওই কমিটি হাজার কোটি টাকা লোপাটের তথ্য পান।

২৮ জন এজেন্ট ২শ’ কোটি টাকা লোপাটের কথা স্বীকার করে। এরপর কাজল ও তার এজেন্টদের বিরুদ্ধে মামলা করা হয়। আর ওই হুন্ডি ব্যবসার বিরোধে ৩ জন এজেন্ট খুনও হন। আবার টাকার শোকে বেশ কয়েকজন আত্মহত্যা করেন। কয়েকজন লগ্নিকারী ব্যবসায়ী হৃদরোগে মারা যান।

কোটচাঁদপুর থানা সূত্র জানায়, কাজলের বিরুদ্ধে এখনো বেশ কয়েকটি মামলা রয়েছে। আর তার নামে ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।