ঢাকা: ভবিষ্যতে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোন অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা এখনো বিশ্বাস করি বিএনপি সঠিকপথে ফিরে আসবে। সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন, এই সংবাদটি পত্রিকায় তিন থেকে চার কলামে কভারেজ করার দরকার কি ছিল? তিনি সাংবাদিকদের বলেন, এভাবে সংবাদ প্রকাশিত হলে আপনারা সাংবাদিকরা কি করেন? সৈয়দ আশরাফ বলেন, একটি রাষ্ট্রের রাষ্ট্রদূত প্রতিদিনই স্বাভাবিকভাবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। এধরনের একটি সংবাদ এতো গুরুত্ব দিয়ে প্রকাশ করার কি দরকার ছিল?
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান