ঢাকা: চেয়ারম্যানসহ নেতৃত্বের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিবৃতি বা বক্তব্যের ব্যাপারে সকল পর্যায়ের নেতাদের সতর্ক করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
আজ দলটির বনানী কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও নতুন মহাসচিবকে সংবর্ধনা জানাতে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি ও জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্মপার্টি এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। এতে অংশ নিয়ে দলটির নতুন দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতা সকল নেতাকর্মীদের সতর্ক করে বক্তৃতা করেন।
জিএম কাদের বলেন, দলের মতের সাথে কারো মিল না থাকলে তার দলের বাইরে থাকাই ভালো। তিনি বলেন, দলের মধ্যে কোনো অনৈক্য নেই। দলের একতা রক্ষায় যে কোনো ধরণের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।
তিনি আরো বলেন, যদি কেউ আমাদের দলের মতের সঙ্গে মিলে চলতে পারেন তাহলে তাদের আমরা রাখতে চাই। দলীয় শক্তির স্বার্থে রাখতে চাই। কিন্তু কেউ যদি একমত না হতে পারেন তাহলে দলের মধ্যে থাকা তাদের ও দলের জন্য সুখকর ও মঙ্গলজনক নয়। তারা বের হয়ে গেলেই সেটা তাদের এবং দলের জন্য মঙ্গলজনক হবে।
এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দলে কাউকে নতুন দায়িত্ব দিলে তাতে সবাই খুশি হয় না, এটা সাধারণ ব্যাপার। কিন্তু, চেয়ারম্যানের নির্দেশনা সকল নেতা-কর্মীকে মেনে চলতে হবে।
তার মতে, আমাদের সহকর্মীদের সবাইকে মন্তব্যের ব্যাপারে সতর্ক হতে অনুরোধ করবো। কারণ আমাদের কাছে দলই বড়। দলের স্বার্থ রক্ষা করেই কথা বলা উচিত। সেটা চেষ্টা করেছি দেখেই হয়তো কেউ কেউ আহত হয়েছে। কিন্তু দলের স্বার্থের বাইরে আমি কখনো ভাবিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান