ডেস্ক: লাওসে বোমা হামলায় দুই চীনা নাগরিক নিহত ও অপর একজন আহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার সকালে লাওসের মধ্যাঞ্চলের জায়সম্বউনে এই হামলার ঘটনা ঘটে।
সিনহুয়ার খবরে জানানো হয়েছে, চীনা কূটনীতিকরা এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন। বিরল এক সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লাওসে অবস্থানকালে এই ঘটনা ঘটলো।
নিহতদের লাশগুলো একটি গাড়ির ভেতরে পাওয়া যায়। নিহতরা একটি চীনা খনি সংস্থার হয়ে কাজ করতেন। প্রচুর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ লাওস। মূলত চীনের বিনিয়োগে সেখানকার খনিগুলো পরিচালিত হয়।
সূত্র: বিবিসি, দ্য মালয়েশিয়ান ইনসাইডার
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান