লেবানন : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালন করেছে লেবানন বিএনপি। বৈরুতের আইন আল-রুম্মানী বাংলাদেশি হোটেল বাবু ইস্টে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লেবানন বিএনপি’, শাখা কমিটি, যুবদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন লেবানন বিএনপি’র সভাপতি মো. মানিক মোল্লা।
সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি’র সাবেক আহ্বায়ক রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন লেবানন বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক, দফতর সম্পাদক ওয়াসিম আকরাম, সম্মানিত সদস্য জাকির হোসেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. সারোয়ার বিন হোছাইনী।
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই বাংলার দামাল ছেলেরা নিজেদের মাঝে আশার আলো দেখতে পেয়েছিলেন। পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে হায়না মুক্ত করেছিলেন। আর যারা এই সত্য ইতিহাস কলঙ্কিত করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে অস্বীকার করেন তারা স্বাধীনতা বিরোধী শক্তি। আর সেই অপশক্তির মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমরা লেবানন বিএনপি ছিল, আছে এবং থাকবে ইনশা আল্লাহ।
দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান সেদিন ক্ষমতায় গিয়ে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করায় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। আর এর বিনিময়ে তিনি বিএনপির নেতাদের জেলে রাখছেন। জিয়া পরিবারকে ধংসের পাঁয়তারা করছেন। কিন্তু তিনি ভুলে গিয়েছেন এক জিয়া বেঁচে না থাকলেও বাংলাদেশে কোটি কোটি জিয়ার সৈনিক এখনো বেঁচে আছেন।
লেবানন বিএনপির সভাপতি মো. মানিক মোল্লা তার বক্তব্যে জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে বর্ষাকাল এলে পানি থাকত আর বর্ষাকাল চলে গেলে পানি থাকত না, চাষিরা চাষাবাদ করতে পারত না, তাই শহীদ জিয়া খাল খননের কর্মসূচি হাতে নিয়েছিলেন যাতে বর্ষাকাল চলে গেলেও পানি থাকে। তিনি তরুনদের জিয়াউর রহমানের জীবনী পড়ার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন- ইকবাল মিয়া, জাহাঙ্গীর আলম, মিন্টু মাল, মিজানুর রহমান, সাহাবুল্লা আতিয়া, যুবদলের দফতর সম্পাদক আ. রহিম প্রমুখ।
সভা শেষে জিয়াউর রহমান ও আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সবশেষে জন্মদিন উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান