পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

উচ্চহার সুদে বিদেশি ঋণ: ৩ বছরে সার্ভিস চার্জসহ গচ্চা ৭ হাজার কোটি টাকা

ঢাকা : উচ্চহার সুদে বিদেশি ঋণ নেয়ায় সরকারের হাজার হাজার কোটি টাকা গচ্চা যাচ্ছে। সার্ভিস চার্জসহ এসব ঋণে গত তিন বছরে সরকারের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। অথচ যে প্রকল্পগুলোর জন্য এসব ঋণ নেয়া হয়েছে তার অধিকাংশই তেমন জরুরি ছিল না। এমনকি কোন কোন ক্ষেত্রে দেখা যায়, এসব প্রকল্পের জন্য বিকল্প কোন উৎস্য থেকে সহজ শর্তে ঋণ নেয়ার চেষ্টাও করা হয়নি। যে কারণে সরকারকে এখন প্রতি বছর হাজার হাজার কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, বিশ্বব্যাংক এবং এ ধরনের কিছু দাতা সংস্থা থেকে ঋণ নেয়া হলে সুদ ও সার্ভিস চার্জের হার ০.৭৫ শতাংশ বা তারও কম পড়ে। অন্যদিকে সরকার চীন, রাশিয়া, কোরিয়া প্রভূতি দেশ থেকে ঋণ নিয়েছে ৬-৭ শতাংশ হার সুদে। সাম্প্রতিক সময় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কর্ণফুলি নদীর নিচে টানেল নির্মাণ, সরকারি কারখানা আধুনিকায়ন, শাহাজালাল সার কারখানা নির্মাণসহ ৫০ টিরও বেশি প্রকল্পে উচ্চহার সুদ এবং সার্ভিস চার্জে ঋণ নেয়ার কারণে এ বিপুল অর্থ গচ্চা দিতে হয়েছে সরকারকে।

এসব প্রকল্পের মধ্যে কর্ণফুলি নদীর নিচে টানেল নির্মাণ, সরকারি কারখানা আধুনিকায়নসহ অনেক প্রকল্প আছে যেগুলো অতি জরুরি বলে বিবেচিত নয়। এসব প্রকল্পের অর্থায়নের জন্য সময় নিয়ে সরকার অন্য বিকল্প উৎস্য দেখতে পারত। দাতা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে কম সুদ এবং সার্ভিস চার্জের ঋণ পাওয়ার চেষ্টা করতে পারত। কিন্তু এ অর্থের জন্য বিকল্প বা কম সুদের চেষ্টা না করে উচ্চ সুদে ঋণ নেয় হয়েছে। কোন কোন ক্ষেত্রে সাপ্লাইয়ার্স ক্রেডিটও অন্তর্ভুক্ত করা হচ্ছে কেনা কাটায়। যেখানে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির প্রতিফলন দেখা যায়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা শীর্ষ নিউজকে বলেন, কঠিন শর্তে চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ঋণ নেয়ার কারণে বড় অঙ্কের অর্থ গচ্চা দিতে হচ্ছে সরকারকে। মূলত বিদেশি ঋণের নামে এ টাকার অনেকটা পকেটে ভরতেই বিভিন্ন পণ্য কিনতে ঋণ নেয়া হয়েছে। এতে কর্মকর্তারা দুর্নীতি এবং অনিয়মের আশ্রয় নিয়েছে। কারণ যে সমস্ত খাতে ঋণ নেয়া হয়েছে তা সহজ শর্তে বিশ্বব্যাংক কিংবা জাপানের কাছ থেকে পাওয়া যেত।

বাংলাদেশ ব্যাংকের এক হিসাবে জানা গেছে, ২০১৪-১৫ অর্থ বছরে ৩৪ কোটি ডলার বা ৩ হাজার কোটি টাকা সুদ ও সার্ভিস চার্জ বাবদ পরিশোধ করা হয়। বিগত ২০১৩-১৪ অর্থ বছরে ২৬ কোটি ডলার বা ২ হাজার কোটি টাকা সুদ ও সার্ভিস চার্জ বাবদ পরিশোধ করা হয় এবং ২০১২-১৩ অর্থ বছরে ২ হাজার ১০০ কোটি টাকা সুদ ও সার্ভিস চার্জ বাবদ পরিশোধ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

উচ্চহার সুদে বিদেশি ঋণ: ৩ বছরে সার্ভিস চার্জসহ গচ্চা ৭ হাজার কোটি টাকা

আপডেট টাইম : ০৩:০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬

ঢাকা : উচ্চহার সুদে বিদেশি ঋণ নেয়ায় সরকারের হাজার হাজার কোটি টাকা গচ্চা যাচ্ছে। সার্ভিস চার্জসহ এসব ঋণে গত তিন বছরে সরকারের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। অথচ যে প্রকল্পগুলোর জন্য এসব ঋণ নেয়া হয়েছে তার অধিকাংশই তেমন জরুরি ছিল না। এমনকি কোন কোন ক্ষেত্রে দেখা যায়, এসব প্রকল্পের জন্য বিকল্প কোন উৎস্য থেকে সহজ শর্তে ঋণ নেয়ার চেষ্টাও করা হয়নি। যে কারণে সরকারকে এখন প্রতি বছর হাজার হাজার কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, বিশ্বব্যাংক এবং এ ধরনের কিছু দাতা সংস্থা থেকে ঋণ নেয়া হলে সুদ ও সার্ভিস চার্জের হার ০.৭৫ শতাংশ বা তারও কম পড়ে। অন্যদিকে সরকার চীন, রাশিয়া, কোরিয়া প্রভূতি দেশ থেকে ঋণ নিয়েছে ৬-৭ শতাংশ হার সুদে। সাম্প্রতিক সময় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কর্ণফুলি নদীর নিচে টানেল নির্মাণ, সরকারি কারখানা আধুনিকায়ন, শাহাজালাল সার কারখানা নির্মাণসহ ৫০ টিরও বেশি প্রকল্পে উচ্চহার সুদ এবং সার্ভিস চার্জে ঋণ নেয়ার কারণে এ বিপুল অর্থ গচ্চা দিতে হয়েছে সরকারকে।

এসব প্রকল্পের মধ্যে কর্ণফুলি নদীর নিচে টানেল নির্মাণ, সরকারি কারখানা আধুনিকায়নসহ অনেক প্রকল্প আছে যেগুলো অতি জরুরি বলে বিবেচিত নয়। এসব প্রকল্পের অর্থায়নের জন্য সময় নিয়ে সরকার অন্য বিকল্প উৎস্য দেখতে পারত। দাতা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে কম সুদ এবং সার্ভিস চার্জের ঋণ পাওয়ার চেষ্টা করতে পারত। কিন্তু এ অর্থের জন্য বিকল্প বা কম সুদের চেষ্টা না করে উচ্চ সুদে ঋণ নেয় হয়েছে। কোন কোন ক্ষেত্রে সাপ্লাইয়ার্স ক্রেডিটও অন্তর্ভুক্ত করা হচ্ছে কেনা কাটায়। যেখানে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির প্রতিফলন দেখা যায়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা শীর্ষ নিউজকে বলেন, কঠিন শর্তে চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ঋণ নেয়ার কারণে বড় অঙ্কের অর্থ গচ্চা দিতে হচ্ছে সরকারকে। মূলত বিদেশি ঋণের নামে এ টাকার অনেকটা পকেটে ভরতেই বিভিন্ন পণ্য কিনতে ঋণ নেয়া হয়েছে। এতে কর্মকর্তারা দুর্নীতি এবং অনিয়মের আশ্রয় নিয়েছে। কারণ যে সমস্ত খাতে ঋণ নেয়া হয়েছে তা সহজ শর্তে বিশ্বব্যাংক কিংবা জাপানের কাছ থেকে পাওয়া যেত।

বাংলাদেশ ব্যাংকের এক হিসাবে জানা গেছে, ২০১৪-১৫ অর্থ বছরে ৩৪ কোটি ডলার বা ৩ হাজার কোটি টাকা সুদ ও সার্ভিস চার্জ বাবদ পরিশোধ করা হয়। বিগত ২০১৩-১৪ অর্থ বছরে ২৬ কোটি ডলার বা ২ হাজার কোটি টাকা সুদ ও সার্ভিস চার্জ বাবদ পরিশোধ করা হয় এবং ২০১২-১৩ অর্থ বছরে ২ হাজার ১০০ কোটি টাকা সুদ ও সার্ভিস চার্জ বাবদ পরিশোধ করা হয়।