চুয়াডাঙ্গা : জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো চুয়াডাঙ্গার আব্দুল আলীর বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ডোমচরায়। সিঙ্গাপুর থেকে জঙ্গি সন্দেহে ফেরত পাঠানো ২৬ জনের একজন সে। ঢাকার উত্তরা পূর্ব থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর সংশোধনি ২০১৩’র ৭,৮,৯ ও ১৩ ধারায় ২১-১২-২০১৫ তারিখের(মামলা নং ১১) একটি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো ১৪ জনকেই এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চুয়াডাঙ্গাতেও তার জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত এ বিষয়ে তেমন কিছু পাওয়া যায়নি বলে চুয়াডাঙ্গার সিনিযর সহকারী পুলিশ সুপার ছফি উল্লাহ জানান।
তার পরিবারের সদস্যদের দাবি, তিনি কখনোই জঙ্গিদের সাথে হাত মেলাতে পারেন না। তিনি সংসারের অভাব তাড়াতেই প্রবাসে পরিশ্রম করতেন। বর্তমানে তার বয়স ৪২ বছর। তিনি প্রথমে সংসারের সচ্ছলতা আনতে সৌদি আরব যান। সেখানে ৯ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আসেন। এর কিছুদিন পর ২০০৭ সালে আব্দুল আলী ও তার ছোট ভাই আনছার আলী সিঙ্গাপুর যান। সম্প্রতি ওই ঘটনা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে আব্দুল আলীর গ্রামের লোকজন বিষয়টি জানতে পারেন।
অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ আব্দুল আলীর বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ডোমচারা গ্রামে। বাড়ি চুয়াডাঙ্গায় হলেও দেশে থাকাকালে বেশিরভাগ সময়ই তিনি গাজীপুর জেলার টংগী উপজেলার মোজাফা গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তিন ভাইয়ের মধ্যে বড় হওয়ায় দরিদ্র পরিবারে সচ্ছলতা আনতে সৌদি আরব যান মোহাম্মদ আব্দুল আলী। গ্রামবাসী বলছেন, সৌদি আরবের পর সিঙ্গাপুরে দীর্ঘ ৮ বছর অবস্থান করলেও ভাগ্যের চাকা তেমন পরিবর্তন করতে পারেননি আলী। দুই দফায় দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবনের সঞ্চয় মাত্র দুই কক্ষবিশিষ্ঠ একটি বাড়ি। এরই মধ্যে আইএসর সাথে সম্পৃক্ততার খবরে বিস্মিত তার স্বজনসহ গ্রামের মানুষ।
আব্দুল আলীর স্ত্রী রেখা খাতুন বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তারা আলীর কোনো খোঁজ পাচ্ছিলেন না। তার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। বেশ কয়েকদিন পর এক পরিচিত জনের মাধ্যমে আলীর আটকের বিষয়টি জানতে পারেন তারা।
আলীর বৃদ্ধা মা আমিরন নেছা ও বাবা রুস্তম আলী ছেলের জঙ্গি সম্পৃক্ততার খবরে বিস্মিত। তারা বলেন, সুষ্ঠু তদন্ত হলে ছেলে নিরাপরাধ প্রমাণিত হবে। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আলীর ছোট ভাই আব্দুল মজিদের দাবি, আলী সিঙ্গাপুরে যে কোম্পানিতে কাজ করতো সেই মালিকের কাছে বেতন-ভাতা বাবদ অনেক টাকা বকেয়া রয়েছে। পাওনা টাকার জন্য চাপ দেয়ায় তাকে মিথ্যা অভিযোগে পুলিশে তুলে দেয় কোম্পানি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান