ডেস্ক: ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৯তম জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন নথি প্রকাশ করেছেন।
শনিবার ভারতের সরকারি ওয়েবসাইটে নথিগুলোর ডিজিটাল কপি ছাড়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। দেশটির রাষ্ট্রীয় মহাফেজখানায় রক্ষিত নথিগুলো এতদিন গোপন রাখা হয়েছিল।
এরআগে গেল বছরের সেপ্টেম্বরে নেতাজি নিখোঁজ হওয়ার সত্তর বছর পূর্তিতে তার সংক্রান্ত ৬৪টি গোপন নথি প্রকাশ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৭০ বছর আগে সুভাস বসু নিখোঁজ হয়েছিলেন। তারপর থেকে তার অন্তর্ধানের বিষয়টি রহস্য হয়েই আছে।
গেল অক্টোবরে বসু পরিবারের সঙ্গে এক সাক্ষাতে নেতাজি সংক্রান্ত গোপন নথিগুলো প্রকাশের ঘোষণা দিয়েছিলেন মোদী।
শনিবার সকাল ৯টা সাত মিনিটে এক ট্যুইটে মোদী বলেন, “আজ সব ভারতবাসীর জন্য একটি বিশেষ দিন। আজ থেকে নেতাজির নথি প্রকাশ হওয়া শুরু হল। এই উদ্দেশ্যে জাতীয় মহাফেজখানায় যাচ্ছি।”
দিল্লিতে ভারতের জাতীয় মহাফেজখানার ওই অনুষ্ঠানে নেতাজির পরিবারের ১২ জন সদস্যও উপস্থিত ছিলেন।
এরপর থেকে প্রতি মাসে সরকারি ওয়েবসাইটে নেতাজি সংক্রান্ত ২৫টি গোপন নথি প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে দেশটির জাতীয় মহাফেজখানা।