পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হাটহাজারীর অপহৃত স্কুলছাত্র খাগড়াছড়িতে উদ্ধার: আটক ৬

খাগড়াছড়ি : হাটহাজারী থেকে অপহৃত স্কুল ছাত্র মো: সোয়েব আকতার ওরফে আপন’কে পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোঃ নুর উদ্দীন, অপু দাশ, শিবলব, মোঃ ওসমান, মোঃ সোহেল রানা।

শনিবার ভোরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলী এলাকার মোঃ আলী’র বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আপনকে উদ্ধার করা হয়। এসময় মোঃ নূর উদ্দিন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেওয়া তথের ভিত্তিতে পুলিশসহ যৌথবাহিনী অভিযান চালিয়ে আরো ৫ জনকে গ্রেফতার করে।

জানা যায়, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপন তার পরিবারের সাথে উপজেলা পরিষদের পাশে জেসমিন ভবনে ভাড়ায় থাকে। গত ১৩ জানুয়ারী সন্ধ্যায় একদল মুখোশধারী দূর্বৃত্ত পরিবারের লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে আপনকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অনেক খুজাখোজির পরও শিক্ষার্থীর কোন সন্ধান পায়নি তার পরিবার। পরে তার মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী হাটহাজারী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪।

অপর দিকে অপহৃত স্কুল ছাত্র আপনকে উদ্ধারের দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলা চট্টগ্রাম-রাউজান মহাসড়কে মানববন্ধন করেন।

পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসাবে দুইজনকে আটক করে। আটককৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন।

এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলী এলাকার মোঃ আলীর বাসায় পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃতকে আপনকে উদ্ধার করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে টানা ১১দিন অভিযান চালিয়ে অপহৃত শিশু আপনকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত মোট ৬ জনকে আটক করা হয়েছে।তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে শিশু আপনের উদ্ধারের পর মোঃ আলীর পরিবার জানান, মোঃ আলী একজন কবিরাজ। তার কাছে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসার জন্য আসেন। গত ৭/৮ দিন আগে শিশু আপন’কে ২ব্যক্তি তার বাসায় চিকিৎসার জন্য নিয়ে আসে। তারা আপনের মামা পরিচয় দিয়েছেন।

তারা আরো জানান, আপন’কে মানষিক রোগী উল্লেখ করে তার চিকিৎসার কথা বলা হয়। গত কদিন সে চিকিৎসাধীন ছিল। তবে তারা শিশুটি হাত-পা বাঁধে রাখার কথাও স্বীকার করেছেন।

গুইমারা থানা পুলিশ জানান, আপনকে উদ্ধারের পর থেকে মোঃ আলী পলাতক রয়েছেন। তিনি এ ঘটনার সাথে জড়িত এবং বিষয়টি তদন্তের জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।

হাটহাজারী মডেল থানার ওসি ইসমাইল বলেন, স্কুল ছাত্র মো: সোয়েব আকতার আপনকে উদ্ধারের জন্য পুলিশের একটি টিম টানা ১১দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে। অবশেষে আজকে তাকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত ৬জনকে আটক করা হয়েছে। তাদেরকে জেলা পুলিশ কার্যলয়ে প্রেরন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাটহাজারীর অপহৃত স্কুলছাত্র খাগড়াছড়িতে উদ্ধার: আটক ৬

আপডেট টাইম : ০১:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬

খাগড়াছড়ি : হাটহাজারী থেকে অপহৃত স্কুল ছাত্র মো: সোয়েব আকতার ওরফে আপন’কে পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোঃ নুর উদ্দীন, অপু দাশ, শিবলব, মোঃ ওসমান, মোঃ সোহেল রানা।

শনিবার ভোরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলী এলাকার মোঃ আলী’র বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আপনকে উদ্ধার করা হয়। এসময় মোঃ নূর উদ্দিন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেওয়া তথের ভিত্তিতে পুলিশসহ যৌথবাহিনী অভিযান চালিয়ে আরো ৫ জনকে গ্রেফতার করে।

জানা যায়, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপন তার পরিবারের সাথে উপজেলা পরিষদের পাশে জেসমিন ভবনে ভাড়ায় থাকে। গত ১৩ জানুয়ারী সন্ধ্যায় একদল মুখোশধারী দূর্বৃত্ত পরিবারের লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে আপনকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অনেক খুজাখোজির পরও শিক্ষার্থীর কোন সন্ধান পায়নি তার পরিবার। পরে তার মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী হাটহাজারী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪।

অপর দিকে অপহৃত স্কুল ছাত্র আপনকে উদ্ধারের দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলা চট্টগ্রাম-রাউজান মহাসড়কে মানববন্ধন করেন।

পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসাবে দুইজনকে আটক করে। আটককৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন।

এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলী এলাকার মোঃ আলীর বাসায় পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃতকে আপনকে উদ্ধার করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে টানা ১১দিন অভিযান চালিয়ে অপহৃত শিশু আপনকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত মোট ৬ জনকে আটক করা হয়েছে।তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে শিশু আপনের উদ্ধারের পর মোঃ আলীর পরিবার জানান, মোঃ আলী একজন কবিরাজ। তার কাছে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসার জন্য আসেন। গত ৭/৮ দিন আগে শিশু আপন’কে ২ব্যক্তি তার বাসায় চিকিৎসার জন্য নিয়ে আসে। তারা আপনের মামা পরিচয় দিয়েছেন।

তারা আরো জানান, আপন’কে মানষিক রোগী উল্লেখ করে তার চিকিৎসার কথা বলা হয়। গত কদিন সে চিকিৎসাধীন ছিল। তবে তারা শিশুটি হাত-পা বাঁধে রাখার কথাও স্বীকার করেছেন।

গুইমারা থানা পুলিশ জানান, আপনকে উদ্ধারের পর থেকে মোঃ আলী পলাতক রয়েছেন। তিনি এ ঘটনার সাথে জড়িত এবং বিষয়টি তদন্তের জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।

হাটহাজারী মডেল থানার ওসি ইসমাইল বলেন, স্কুল ছাত্র মো: সোয়েব আকতার আপনকে উদ্ধারের জন্য পুলিশের একটি টিম টানা ১১দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে। অবশেষে আজকে তাকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত ৬জনকে আটক করা হয়েছে। তাদেরকে জেলা পুলিশ কার্যলয়ে প্রেরন করা হয়েছে।