চট্টগ্রাম: তিন ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিগত ৪ দিন চট্টগ্রাম নগরীতে অবস্থিত সকল প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল বন্ধ ও ডাক্তাদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ করে ধর্মঘট পালন করায় ভেঙ্গে পড়ছে নগরীর চিকিৎসা সেবা।
এতে করে চরম দুর্ভোগে পড়েছে রোগী ও রোগীর স্বজনরা।
বিগত চার দিন ধরে ডাক্তাদের ধর্মঘট চললেও এই অবস্থার উন্নতির ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কবে নাগাদ এই ধর্মঘট প্রত্যাহার হবে তাও বলতে পারছে না কেউ।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) ডাকা ধর্মঘটে চারদিন ধরে ডাক্তারদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়ছে পূর্বে চেম্বারে দেখানো রোগী ও স্বজরা।
রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও কোন ডাক্তার রোগীকে দেখছে না। এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। ডাক্তারদের এমন আচরণে ক্ষোভ বাড়লেও ডাক্তারা বলছেন তার সহকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে তারা অনিদিষ্টকালের এ ধর্মঘট চালিয়ে যাবেন।
বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা: মুজিবুল হক জানান, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
শনিবার বিকালে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল শীর্ষ নিউজকে জানান, এমন ভাবে চলতে পারেনা।
এই ব্যাপারে সকলের উচিন আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। আমি মেয়র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি কিভাবে সমাধান করা যায় তা দেখবো। বিষয়টি নিয়ে চিন্তা করছেন বলেও জানান তিনি।
এদিকে ডাক্তারদের ব্যক্তিগত চেম্বার, প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল বন্ধ থাকায় রোগীরা ভিড় করছে চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপতাল এবং ইউএসটিসি হাসপতালে। এতো রোগীর সেবা দিতেও হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সকল হাসপাতালের কর্মচারী ও ডাক্তারদের শুক্র ও শনিবারের ছুটিও বাতিল করেছে কর্তৃপক্ষ।
গত ১০ জানুয়ারি বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ প্রসব পরবর্তী মারা যান মেহেরুন্নেসা রীমা (২৫) নামের এক গৃহবধূ। রীমা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছোট ভাইয়ের মেয়ে।
এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজি ও তার স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা করেন রীমার বাবা খায়রুল বাশার। ছেলের অঙ্গহানির অভিযোগ এনে একই আদালতে ডা. রানা চৌধুরীর বিরুদ্ধেও মামলা করেন আরেক স্বজন।
এর প্রতিবাদে গত ২০ জানুয়ারি দুপুরে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘটের ঘোষণা দেন।