ব্রাহ্মণবাড়িয়া : সরকারি চাকরিতে প্রবশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী তাদের দাবি সংবলিত বিভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
জেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাজেরা খাতুন, আফিরিন সুলতানা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজিজুর রহমান, শাহাদৎ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের নানা দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবি জানাচ্ছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান