বাংলার খবর২৪.কম: বাকশাল কায়েমের মাধ্যমে এ সরকার পুরো দেশটাকে কারাগারে রূপান্তরিত করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনায় নোমান এ কথা বলেন।
নোমান অভিযোগ করে বলেন, “পঞ্চদশ সংশোধনীর ধারাবাহিকতায় ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে বর্তমান সরকার ন্যূনতম মানবাধিকার লঙ্ঘনের অপচেষ্টা চালাচ্ছে।”
জাতীয় সম্প্রচার নীতিমালা, সংবিধানের ষোড়শ সংশোধনীই প্রমাণ করছে সরকার বাকশাল কায়েম করতে চায়— উল্লেখ করে তিনি আরো বলেন, “তবে জনগণের ঐকবদ্ধ শক্তির মাধ্যমে তীব্র আন্দোলন গড়ে তুলে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে এ সরকারের পতন ঘটানো হবে।”
সংগঠনের সভাপতি ছাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান