লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজাদ হোসেন চৌধূরী (৪০) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত আজাদ হোসেন রায়পুর শহরের পানবাজার এলাকার মৃত মোবারক আলীর ছেলে ও স্থানীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি। তিনি কথিত মানবাধিকার নেতা বলেও জানাগেছে।
বৃহস্পতিবার রাতে শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় রাতেই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষকসহ জড়িত আরো ২ জনের নামে রায়পুর থানায় মামলা করেছেন।
পুলিশ ও পরিবার জানায়, ওই ছাত্রীর (১৩) পরিবার নতুন বাজারের পানবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। কিশোরীর মা-বাবা বাসায় না থাকার সুযোগে মঙ্গলবার রাত ১০টার দিকে ওই কিশোরীর চাচাতো বোন শারমিনের মাধ্যমে বখাটে আজাদ তাকে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে আটকে রেখে রাতভর কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালায়। ভোররাতে কৌশলে ছাড়া পেয়ে কিশোরী তার বড় বোনসহ পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।
কিশোরীর বাবা-মা ঘটনাটির প্রতিবাদ করলে তাদের মারধর করে ও বাবার রিকশা আটক করে রেখে দেয়। পরবর্তীতে ৩ হাজার টাকা দিয়ে ওই রিকশা ছাড়িয়ে নিতে বাধ্য হন কিশোরীর দরিদ্র বাবা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই আজাদ চৌধুরী নিজেকে কখনো শ্রমিক লীগ নেতা, কখনো মানবাধিকার নেতা পরিচয় দিয়ে আসছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত আজাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় রায়পুর থানায় কিশোরীর মা বাদী হয়ে আজাদ ও আরো দু’জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান