মংলা : বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার অদূরে মাছ শিকারকালে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ঢুকে বৃহস্পতিবার রাতে এফ বি সনাতন নামের একটি ভারতীয় ট্রলার অবৈধভাবে মাছ শিকার করছিল। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ কর্নফুলি ভারতীয় ফিশিং ট্রলারটিকে চ্যালেঞ্জ করে ধরে ফেলেন। ধৃত ট্রলারটিতে ১০ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের সবার বাড়ি ভারতের কাকদ্বীপে।
ট্রলারসহ ধৃত জেলেদের নৌবাহিনীর মংলা দিগরাজ ঘাঁটিতে আনার পর মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান