বাংলার খবর২৪.কম: গুম-খুনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। তিনি বলেছেন, “আজকে যাই ঘটুক না কেন একদিন এর বিচার হবে। অতীতে কোনো অপরাধী পার পেয়ে যায়নি।”
শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ব্রাক ইন সেন্টারে ইয়ুথ মুভমেন্ট অফ ডেমেক্রেসি আয়োজিত ‘গুম-খুন ও অপহরণ বন্ধ ও মানবাধিকার রক্ষা’র দাবিতে এক গণস্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সংগঠনের আহ্বায়ক সামা ওবায়েদ। আরো বক্তব্য দেন গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ড. জাফর-উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক মাহফুজ-উল্লাহ প্রমূখ।
রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আকবর আলী বলেন, “এ সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসেতে হবে।”
তিনি বলেন, “আজকে সারা দেশে মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে। সরকার যত অপরাধই করুক না কেন একদিন না একদিন এর বিচার হবে। এই সমস্যার সমাধান করতে হলে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা বক্তব্য দেন। তারা ঈদের আগে স্বজদের ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান