অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

অবসরের পর রায় লিখতে দেওয়া হবে না: প্রধান বিচারপতি

মৌলভীবাজার: অতীতে চললেও এখন থেকে অবসরে যাওয়ার পর আর কোনো বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ‘বার্ষিক নৈশভোজ ও সভা-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচারপতিদের অবসরে যাওয়ার পর আর কোনো রায় লিখতে দেওয়া হবে না। আমরা আজব দেশে বাস করি। বিশ্বের অন্যান্য দেশে বিচারকরা অবসরে যাওয়ার পর আর কোনো মামলার রায় লিখতে পারেন না। আমাদের দেশে অতীতে এ রকম রায় দিলেও এখন থেকে আর এ সুযোগ দেওয়া যাবে না।’

গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে দেওয়া বাণীতে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতিদের অবসরে গিয়ে রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী। কোনো কোনো বিচারক রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন, আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।’

যদিও এ নিয়ে আইনজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

এক পক্ষে বলা হচ্ছে, প্রধান বিচারপতির এ বক্তব্য সঠিক হলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রায় লেখা হয়েছে, তা অবৈধ।

অন্য পক্ষ বলছে, অবসরে যাওয়ার পর বিচারপতি রায় লিখতে পারেন। এ নিয়ম বহুদিন থেকে চলে আসছে।

প্রধান বিচারপতি এ বিষয়ের পুনরুল্লেখ করে বলেন, ‘আইন ও সংবিধান রক্ষায় আমাদের সংশোধিত হতে হবে। দেশে এখন গণতন্ত্র আসছে, সংবিধান আছে; এখন আমরা আইনে চলব। সেই সামরিক আইন চলবে না। আইনকে সুসম্মত রেখে চলব। আইন ও সংবিধান পরিপন্থী কোনো কাজ হতে দেওয়া হবে না।’

আইনজীবীদের উদ্দেশে দীর্ঘ বক্তব্যে প্রধান বিচারপতি আরো বলেন, ‘আপনারা হলেন সমাজের বিবেকবান মানুষ, আইন পেশাকে রাজনীতিতে ব্যবহার করবেন না। বর্তমানে আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কে সভাপতি ও কে সেক্রেটারি হবেন, এটা রাজনীতিবিদরা নির্ধারণ করে দেন। এসব বিষয় আমাকে খুব বেশি পীড়া দেয়।’

প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের সঙ্গে মনোমালিন্য হলে আদালত বয়কট করবেন না। প্রয়োজনে বিষয়টি প্রধান বিচারপতি হিসেবে আমাকে জানাবেন। আমি সমাধান করতে ব্যর্থ হলে আপনারা বয়কট করবেন।’

এ সময় সুরেন্দ্র কুমার সিনহা দেশের উচ্চ আদালতের বিচারকদের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, অনেক বিচারপতি ছুটি পেয়ে সরকারি খরচে বিদেশ চলে যান। অথচ পাঁচ-সাত বছরেও রায় লেখেন না। তিনি বিচারপতিদের উদ্দেশে বলেন, ‘আপনারা দয়া করে আইন ভঙ্গ করবেন না। আপনারা যদি আইন ভঙ্গ করেন, তাহলে সাধারণ মানুষজন কী করবে?’

বক্তব্যের শুরুতে প্রধান বিচারপতি এ দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী উল্লেখ করে সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোছাব্বিরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মোতাহের আলী, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ ও অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

অবসরের পর রায় লিখতে দেওয়া হবে না: প্রধান বিচারপতি

আপডেট টাইম : ০৫:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬

মৌলভীবাজার: অতীতে চললেও এখন থেকে অবসরে যাওয়ার পর আর কোনো বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ‘বার্ষিক নৈশভোজ ও সভা-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচারপতিদের অবসরে যাওয়ার পর আর কোনো রায় লিখতে দেওয়া হবে না। আমরা আজব দেশে বাস করি। বিশ্বের অন্যান্য দেশে বিচারকরা অবসরে যাওয়ার পর আর কোনো মামলার রায় লিখতে পারেন না। আমাদের দেশে অতীতে এ রকম রায় দিলেও এখন থেকে আর এ সুযোগ দেওয়া যাবে না।’

গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে দেওয়া বাণীতে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতিদের অবসরে গিয়ে রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী। কোনো কোনো বিচারক রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন, আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।’

যদিও এ নিয়ে আইনজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

এক পক্ষে বলা হচ্ছে, প্রধান বিচারপতির এ বক্তব্য সঠিক হলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রায় লেখা হয়েছে, তা অবৈধ।

অন্য পক্ষ বলছে, অবসরে যাওয়ার পর বিচারপতি রায় লিখতে পারেন। এ নিয়ম বহুদিন থেকে চলে আসছে।

প্রধান বিচারপতি এ বিষয়ের পুনরুল্লেখ করে বলেন, ‘আইন ও সংবিধান রক্ষায় আমাদের সংশোধিত হতে হবে। দেশে এখন গণতন্ত্র আসছে, সংবিধান আছে; এখন আমরা আইনে চলব। সেই সামরিক আইন চলবে না। আইনকে সুসম্মত রেখে চলব। আইন ও সংবিধান পরিপন্থী কোনো কাজ হতে দেওয়া হবে না।’

আইনজীবীদের উদ্দেশে দীর্ঘ বক্তব্যে প্রধান বিচারপতি আরো বলেন, ‘আপনারা হলেন সমাজের বিবেকবান মানুষ, আইন পেশাকে রাজনীতিতে ব্যবহার করবেন না। বর্তমানে আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কে সভাপতি ও কে সেক্রেটারি হবেন, এটা রাজনীতিবিদরা নির্ধারণ করে দেন। এসব বিষয় আমাকে খুব বেশি পীড়া দেয়।’

প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের সঙ্গে মনোমালিন্য হলে আদালত বয়কট করবেন না। প্রয়োজনে বিষয়টি প্রধান বিচারপতি হিসেবে আমাকে জানাবেন। আমি সমাধান করতে ব্যর্থ হলে আপনারা বয়কট করবেন।’

এ সময় সুরেন্দ্র কুমার সিনহা দেশের উচ্চ আদালতের বিচারকদের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, অনেক বিচারপতি ছুটি পেয়ে সরকারি খরচে বিদেশ চলে যান। অথচ পাঁচ-সাত বছরেও রায় লেখেন না। তিনি বিচারপতিদের উদ্দেশে বলেন, ‘আপনারা দয়া করে আইন ভঙ্গ করবেন না। আপনারা যদি আইন ভঙ্গ করেন, তাহলে সাধারণ মানুষজন কী করবে?’

বক্তব্যের শুরুতে প্রধান বিচারপতি এ দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী উল্লেখ করে সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোছাব্বিরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মোতাহের আলী, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ ও অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।